#জয়পুর: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সম্প্রতি রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্ট্রিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ডের (Rajasthan Subordinate and Ministerial Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশনস অফিসার (Assistant Public Relations Officer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
RSMSSB Asst. PRO Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই rajasthan.gov.in আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন
RSMSSB Asst. PRO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্ট্রিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ড (RSMSSB) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশনস অফিসার |
শূন্যপদের সংখ্যা: | ৭৬ |
কাজের স্থান: | রাজস্থান |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি সহ জার্নালিজমে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ৩১.১২.২০২১ |
RSMSSB Asst. PRO Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি সহ জার্নালিজমে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীরা নিয়োগের বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://recruitment.rajasthan.gov.in/postdetailsservlet
আরও পড়ুন- ডিসেম্বরেই শেষ উচ্চ প্রাথমিকের অভিযোগের শুনানি, এবার কি তবে নিয়োগ? SSC বলছে...
RSMSSB Asst. PRO Recruitment 2021: বয়সসীমা
উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
RSMSSB Asst. PRO Recruitment 2021: আবেদন ফি
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ৪৫০ টাকা আবেদন ফি জমা করতে হবে। ওবিসি (এনসিএল) প্রার্থীদের জন্য ৩৫০ টাকা, তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Jobs, Jobs, Recruitment 2021