#জয়পুর: সম্প্রতি রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের (Rajasthan Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট স্ট্যাটিস্টিক্যাল অফিসার (Assistant Statistical Officer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
RPSC ASO Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই আবেদন করুন
RPSC ASO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন (Rajasthan Public Service Commission) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট স্ট্যাটিস্টিক্যাল অফিসার |
শূন্যপদের সংখ্যা: | ২১৮ |
কাজের স্থান: | রাজস্থান |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ডিপ্লোমা সহ গণিত, স্ট্যাটিসটিক্স, অর্থনীতি বা বাণিজ্যে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২০.১২.২০২১
RPSC ASO Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
পদে আবেদনের জন্য ভারত সরকার দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের ডিপ্লোমা সহ গণিত, স্ট্যাটিসটিক্স, অর্থনীতি বা বাণিজ্যে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা উপরের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন- প্রচুর পদে নিয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশনে, কী ভাবে আবেদন করবেন
প্রার্থীরা নিয়োগের বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://rpsc.rajasthan.gov.in/Static/RecruitmentAdvertisements/D903616A415A44BA86DBDC24C2A54EBD.pdf
RPSC ASO Recruitment 2021: বয়সসীমা
উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
RPSC ASO Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। ওবিসি প্রার্থীদের এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গের প্রার্থীদের জন্য যথাক্রমে ৩৫০ টাকা এবং ২৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।