Job Vacancy: সেন্ট্রাল রেলওয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- Published by:Debalina Datta
Last Updated:
Central Railway Recruitment 2021: প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ে (Central Railway), রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (Railway Recruitment Cell) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে লেভেল ১ এবং ২ পদে, স্পোর্টস কোটার আওতায় নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইট https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244 গিয়ে খোঁজ নিতে পারেন।
Central Railway Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৬ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Central Railway Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Central Railway Recruitment 2021: বিশেষ ঘোষণা
লেভেল ১-এ মুম্বই, ভুসাওয়াল, নাগপুর, পুণে এবং সোলাপুর বিভাগের প্রতিটিতে ২টি পদ পূরণ করা হবে।
advertisement
Central Railway Recruitment 2021: আবেদন ফি
অন্যান্য বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৫০০ টাকা দিতে হবে এবং SC/ST/PwD/ মহিলা প্রার্থীদের আবেদন ফি হিসাবে ২৫০ টাকা দিতে হবে।
আরও পড়ুন - Good Health Tips: শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, এই মশলা ও ভেষজে Lifestyle হবে বিন্দাস
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)
পদের নাম | লেভেল-১, লেভেল-২ |
শূন্যপদের সংখ্যা | ১২ |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | ০৬.১২.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | লেভেল ২: দশম বা তার সমমানের পরীক্ষায় মোট ৫০ শতাংশের বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ |
লেভেল ১ | দশম শ্রেণি বা আইটিআই পাস |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৭.১২.২০২১ |
advertisement
Central Railway Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
লেভেল ২: প্রার্থীদের দশম বা তার সমমানের পরীক্ষায় মোট ৫০ শতাংশের বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। SC/ST/প্রাক্তন সৈন্যদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বরের উপর জোর দেওয়া হবে না। এছাড়াও ম্যাট্রিকুলেশন পাশ প্লাস কোর্স সম্পন্ন অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ বা NCVT/SCVT দ্বারা অনুমোদিত ম্যাট্রিকুলেশন এবং ITI পাশ করা নিয়েও বাধ্যবাধকতা নেই। প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
advertisement
লেভেল ১: প্রার্থীদের দশম শ্রেণি বা আইটিআই পাস হতে হবে বা এনসিভিটি দ্বারা প্রদত্ত সমমানের বা জাতীয় অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকতে হবে৷ প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে ভালো করে দেখে নিতে হবে।
Location :
First Published :
December 06, 2021 6:31 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: সেন্ট্রাল রেলওয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ