Job Vacancy: কোস্ট গার্ডের বিভিন্ন পদে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, আজই আবেদন করুন

Last Updated:

Job Vacancy : Indian Coast Guard Recruitment 2021: প্রার্থীদের আগামী ১৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Job Vacancy: join indian coast guard 2021 registration
Job Vacancy: join indian coast guard 2021 registration
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের (Indian Coast Guard) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কোস্ট গার্ড রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে https://joinindiancoastguard.gov.in/whyjoin.html গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Coast Guard Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৬ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ১৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Indian Coast Guard Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Indian Coast Guard Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জিডি: ৩০টি পদ
advertisement
সিপিএল (এসএসএ): ১০টি পদ
টেকনিক্যাল: ১০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard)
পদের নামজিডি, সিপিএল (এসএসএ), টেকনিক্যাল
শূন্যপদের সংখ্যা৫০
কাজের স্থানভারত
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিউচ্চ শতাংশ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা, চূড়ান্ত নির্বাচনে মনস্তাত্ত্বিক পরীক্ষা, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউ (পার্সোনালিটি টেস্ট)
 আবেদন প্রক্রিয়া শুরু ০৬.১২.২০২১
 শিক্ষাগত যোগ্যতা কিছু জানানো হয়নি
 বেতনক্রম কিছু জানানো হয়নি
 আবেদন পদ্ধতি অনলাইন
 আবেদনের শেষ দিন ১৭.১২.২০২১
advertisement
Indian Coast Guard Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে জানতে এই লিঙ্কটিতে গিয়ে দেখতে পারেন- http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_8_2122b.pdf
advertisement
Indian Coast Guard Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
যোগ্যতামূলক পরীক্ষায় উচ্চ শতাংশ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের প্রদত্ত তারিখ এবং সময়ে প্রাথমিক নির্বাচনের জন্য ডাকা হবে যা মানসিক দক্ষতামূলক পরীক্ষা/ কগনিটিভ অ্যাপটিটিউট এবং ছবি উপলব্ধিকরণ ও ডিসকাশন টেস্ট (PP&DT) নিয়ে পরিচালিত হবে।
প্রাথমিক নির্বাচনে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য ডাকা হবে। চূড়ান্ত নির্বাচন হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউয়ের (পার্সোনালিটি টেস্ট) ভিত্তিতে। প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে ভালো করে দেখে নিতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: কোস্ট গার্ডের বিভিন্ন পদে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, আজই আবেদন করুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement