SSC Exam Update: পরীক্ষার প্রস্তুতি নাকি আন্দোলনেই আস্থা, এসএসসি-র বিজ্ঞপ্তির পর কী বলছেন চাকরিহারা শিক্ষকরা?

Last Updated:

এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য হাতে আর তিন মাস সময় রয়েছে৷ সেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে যোগ্যতার প্রমাণ না দিতে পারলে নিজেদের ভবিষ্যতই সংশয়ের মুখে পড়বে৷

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক৷
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক৷
বৃহস্পতিবার রাতেই নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি৷ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই সেই লিখিত পরীক্ষা হওয়ার কথা জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তিতে চাকরিহারা শিক্ষকদের জন্যও একাধিক সুযোগ, সুবিধার কথা উল্লেখ করা হয়েছে৷
যদিও এই বিজ্ঞপ্তির পরেও নিজেদের অবস্থানে কোনও বদল করছেন না আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা৷ বৃহস্পতিবার সকালে তাঁরা স্পষ্ট জানালেন, পরীক্ষা নয়, বরং আন্দোলনেই আস্থা রাখছেন তাঁরা৷ চাকরিহারা শিক্ষকদের দাবি, পরীক্ষার মাধ্যমে তাঁদের অসম লড়াইয়ে ঠেলে দেওয়া হচ্ছে৷
advertisement
advertisement
এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য হাতে আর তিন মাস সময় রয়েছে৷ সেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে যোগ্যতার প্রমাণ না দিতে পারলে নিজেদের ভবিষ্যতই সংশয়ের মুখে পড়বে৷ যদিও চাকরি ফিরে পাওয়ার জন্য আপাতত আন্দোলনেই ভরসা রাখছেন চাকরিহারা শিক্ষকরা৷
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতা চিন্ময় মণ্ডল বলেন, ‘রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, এই পরীক্ষা নতুনদের জন্য৷ আমাদের জন্য নয়৷ নতুন চাকরিপ্রার্থীরা এই পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছেন৷ সেখানে আমাদের প্রায় দশ বছর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সঙ্গে কোনও যোগাযোগ নেই৷ ইন্টারভিউ ও টিচিং স্কিলে নম্বর বাড়ানো হলেও এটাতে আমাদের কোনও লাভ হবে না। আগে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে সেটা আমরা পাব না। ফলে এই পরীক্ষায় আমাদের কোনও উপকার হবে না৷ রিপ্যানেল করে আমাদের পুনর্বহাল করতে হবে৷’ তবে পরীক্ষায় তাঁরা বসবেন না বসবেন না, সেবিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি চাকরিহারা শিক্ষকদের সংগঠনের ওই নেতা৷
advertisement
এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা, পড়ানোর ক্ষমতার মতো বিষয়গুলির উপরে চাকরিহারা শিক্ষকদের পরীক্ষায় বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ যদিও এসএসসি-র এই পদক্ষেপকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না চাকরিহারারা৷ কারণ তার আগে ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় উতরোতে হবে চাকরি প্রার্থীদের৷৷ চাকরিহারা আর এক শিক্ষিকা শম্পিতা রেজের কথায়, আগে তো ৬০ নম্বরের লিখিত পরীক্ষা৷ তার পরে ইন্টারভিউয়ের সময় পড়ানোর অভিজ্ঞতার উপরে অতিরিক্ত নম্বর৷ ফলে এই অতিরিক্ত সুবিধা দেওয়ার এই দাবি ঠিক নয়৷
advertisement
এসএসসি-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই হবে এসএসসি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদ্বশ শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা৷ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে৷ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পর ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪-এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯- এ নভেম্বর থেকে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Exam Update: পরীক্ষার প্রস্তুতি নাকি আন্দোলনেই আস্থা, এসএসসি-র বিজ্ঞপ্তির পর কী বলছেন চাকরিহারা শিক্ষকরা?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement