SSC Exam Update: পরীক্ষার প্রস্তুতি নাকি আন্দোলনেই আস্থা, এসএসসি-র বিজ্ঞপ্তির পর কী বলছেন চাকরিহারা শিক্ষকরা?

Last Updated:

এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য হাতে আর তিন মাস সময় রয়েছে৷ সেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে যোগ্যতার প্রমাণ না দিতে পারলে নিজেদের ভবিষ্যতই সংশয়ের মুখে পড়বে৷

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক৷
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক৷
বৃহস্পতিবার রাতেই নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি৷ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই সেই লিখিত পরীক্ষা হওয়ার কথা জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তিতে চাকরিহারা শিক্ষকদের জন্যও একাধিক সুযোগ, সুবিধার কথা উল্লেখ করা হয়েছে৷
যদিও এই বিজ্ঞপ্তির পরেও নিজেদের অবস্থানে কোনও বদল করছেন না আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা৷ বৃহস্পতিবার সকালে তাঁরা স্পষ্ট জানালেন, পরীক্ষা নয়, বরং আন্দোলনেই আস্থা রাখছেন তাঁরা৷ চাকরিহারা শিক্ষকদের দাবি, পরীক্ষার মাধ্যমে তাঁদের অসম লড়াইয়ে ঠেলে দেওয়া হচ্ছে৷
advertisement
advertisement
এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য হাতে আর তিন মাস সময় রয়েছে৷ সেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে যোগ্যতার প্রমাণ না দিতে পারলে নিজেদের ভবিষ্যতই সংশয়ের মুখে পড়বে৷ যদিও চাকরি ফিরে পাওয়ার জন্য আপাতত আন্দোলনেই ভরসা রাখছেন চাকরিহারা শিক্ষকরা৷
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতা চিন্ময় মণ্ডল বলেন, ‘রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে, এই পরীক্ষা নতুনদের জন্য৷ আমাদের জন্য নয়৷ নতুন চাকরিপ্রার্থীরা এই পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছেন৷ সেখানে আমাদের প্রায় দশ বছর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সঙ্গে কোনও যোগাযোগ নেই৷ ইন্টারভিউ ও টিচিং স্কিলে নম্বর বাড়ানো হলেও এটাতে আমাদের কোনও লাভ হবে না। আগে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে সেটা আমরা পাব না। ফলে এই পরীক্ষায় আমাদের কোনও উপকার হবে না৷ রিপ্যানেল করে আমাদের পুনর্বহাল করতে হবে৷’ তবে পরীক্ষায় তাঁরা বসবেন না বসবেন না, সেবিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি চাকরিহারা শিক্ষকদের সংগঠনের ওই নেতা৷
advertisement
এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা, পড়ানোর ক্ষমতার মতো বিষয়গুলির উপরে চাকরিহারা শিক্ষকদের পরীক্ষায় বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ যদিও এসএসসি-র এই পদক্ষেপকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না চাকরিহারারা৷ কারণ তার আগে ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় উতরোতে হবে চাকরি প্রার্থীদের৷৷ চাকরিহারা আর এক শিক্ষিকা শম্পিতা রেজের কথায়, আগে তো ৬০ নম্বরের লিখিত পরীক্ষা৷ তার পরে ইন্টারভিউয়ের সময় পড়ানোর অভিজ্ঞতার উপরে অতিরিক্ত নম্বর৷ ফলে এই অতিরিক্ত সুবিধা দেওয়ার এই দাবি ঠিক নয়৷
advertisement
এসএসসি-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই হবে এসএসসি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদ্বশ শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা৷ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে৷ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পর ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪-এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯- এ নভেম্বর থেকে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Exam Update: পরীক্ষার প্রস্তুতি নাকি আন্দোলনেই আস্থা, এসএসসি-র বিজ্ঞপ্তির পর কী বলছেন চাকরিহারা শিক্ষকরা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement