SSC Notification: শিক্ষকতার অভিজ্ঞতায় বাড়তি নম্বর, চাকরিহারাদের জন্য বিজ্ঞপ্তিতে কী কী সুবিধের কথা জানাল এসএসসি?

Last Updated:

এই ৩০ নম্বরের ক্ষেত্রে বাড়তি সুবিধা কর্মরত শিক্ষকরা নয়া নিয়োগ বিধিতে পাবেন বলেই মনে করছে প্রশাসনিক মহল৷

চাকরিহারা শিক্ষকদের জন্য এসএসসি-র বিজ্ঞপ্তিতে একাধিক সুবিধের কথা উল্লেখ৷ ফাইল ছবি
চাকরিহারা শিক্ষকদের জন্য এসএসসি-র বিজ্ঞপ্তিতে একাধিক সুবিধের কথা উল্লেখ৷ ফাইল ছবি
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে৷ চাকরি ফিরে পেতে গেলে এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ সেই চাকরিহারা শিক্ষকদের এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায় একাধিক বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করল রাজ্য৷ নবম-দশম এবং একাদশ ও দ্বাদশে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করেছে, তাতে এই সমস্ত সুবিধার কথা উল্লেখ করা হয়েছে৷
কর্মরত শিক্ষকদের কী কী সুবিধে?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ দশ নম্বর পাওয়া যাবে৷
advertisement
কী ভাবে এই দশ নম্বরের বিভাজন করা হয়েছে?
সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলে প্রতিবছর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে দুই নম্বর করে। এক্ষেত্রে কারওর পাঁচ বছর বা তার বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে পুরো ১০ নম্বর।
advertisement
ক্লাস নেওয়ার ক্ষমতার উপর থাকবে ১০ নম্বর।
ইন্টারভিউ-এর উপর থাকবে ১০ নম্বর।
এই ৩০ নম্বরের ক্ষেত্রে বাড়তি সুবিধা কর্মরত শিক্ষকরা নয়া নিয়োগ বিধিতে পাবেন বলেই মনে করছে প্রশাসনিক মহল৷
পাশাপাশি কর্মরত শিক্ষকদের বয়সের বিষয়টিও মাথায় রাখা হয়েছে৷ এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, চল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Notification: শিক্ষকতার অভিজ্ঞতায় বাড়তি নম্বর, চাকরিহারাদের জন্য বিজ্ঞপ্তিতে কী কী সুবিধের কথা জানাল এসএসসি?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement