জেলায় জেলায় নয়, এবার কলকাতাতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

Last Updated:

২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। ওই দিন ২০০-রও বেশি আবেদনকারীকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়ে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: জেলায় জেলায় নয়, প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে এবার কলকাতাতেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ বদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া বিভিন্ন জেলার জেলা বিদ্যালয় প্রাথমিক শিক্ষক সংসদের অফিসগুলিতে নেওয়া হত। কিন্তু এবার থেকে সেই নিয়মের বদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতাতেই একাধিক টেবিল করে নেওয়া হবে ইন্টারভিউ।
বিভিন্ন জেলায় ডিপিএসসি অফিস গুলিতে ইন্টারভিউ নেওয়ার জেরে বিভিন্ন অভিযোগ সাম্প্রতিক সময়ে উঠেছে। সেই নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই পর্ষদের তরফে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল বলে দাবি পর্ষদের আধিকারিকদের। বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে কলকাতাতে কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ।
advertisement
advertisement
অন্যদিকে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে পর্ষদ। আগামী ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। ওই দিন ২০০-র বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেবে পর্ষদ। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। পর্ষদ সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাদের এই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে। সেই মোতাবেক বছর শেষেই সুখবর দিল পর্ষদ।
advertisement
পর্ষদের আধিকারিকদের দাবি, এক মাসের মধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে নেওয়া সম্ভব। যদিও ২৭ ডিসেম্বরের পর আবার কবে ইন্টারভিউ তারিখ দেওয়া হবে তা অবশ্য পরে জানানো হবে পর্ষদের তরফ। তবে পর্ষদ সূত্রে খবর, জানুয়ারি মাসেও একাধিক দিন ধার্য করা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য। তবে প্রাথমিকভাবে ডিসেম্বর মাসে আর কোনওদিন ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া কার্যত সম্ভাবনা নেই বলেই পর্ষদ সূত্রে খবর। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন বছরে দু’বার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায় পর্ষদ। পাশাপাশি নিয়োগের দাবিতে ২০১৪-২০১৭ -এর টেট উত্তীর্ণরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও তাদের নিয়োগকে অগ্রাধিকার দেওয়ার দাবিতেই এই বিক্ষোভ।
advertisement
বুধবার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে ইন্টারভিউ দিতে আসার সময় কোন কোন ডকুমেন্ট নিয়ে আসতে হবে সে বিষয়ে বিস্তারিত তালিকা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতাতেই কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ বিভিন্ন জেলার ডিপিএসসি অফিস গুলিতে এবার থেকে আর ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে না। ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করার জন্য একাধিক টেবিল করা হচ্ছে বলেও পর্ষদ সূত্রে খবর। সবমিলিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও এবার শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
জেলায় জেলায় নয়, এবার কলকাতাতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement