Partha Chatterjee: সরাসরি তৃণমূলের নাম, জেলের বাইরে মুখ খুলে চমকে দিলেন পার্থ চট্টোপাধ্যায়!
- Published by:Suman Biswas
Last Updated:
Partha Chatterjee: তৃণমূলের প্রসঙ্গে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি।''
#কলকাতা: তিনি যে সব সময়ই তৃণমূলের সঙ্গেই রয়েছেন, তা আরও একবার বুঝিয়ে দিলেন এসএসসি কাণ্ডে গ্রেফতার, বর্তমানে জেলে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে নিয়ে যাওয়ার জন্য জেল থেকে বের করা হয়। সেই সময়ই সংবাদমাধ্যমের সামনে নিজের দলের বিষয়ে মুখ খোলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। বলেন, ''সর্বপ্রথম ২০২৩-এর নববর্ষের শুভেচ্ছা সবাইকে।''
এরপরই তৃণমূলের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ''তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি সকলকে।'' জোকা থেকে তারাতলা খুব শীঘ্রই চালু হবে মেট্রো, সেই বিষয় উল্লেখ করেও পার্থ বাবু বলেন, ''বেহালাবাসী, আমার অঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানাচ্ছি। জোকা থেকে তারাতলা পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রো তাড়াতাড়ি চালু হোক, এটাই চাই।''
advertisement
advertisement
জেলে থাকাকালীন বারবারই পার্থ চট্টোপাধ্যায় দলের হয়েই মুখ খুলেছেন। এর আগে আদালতে পেশ করার সময় জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূলই জিতবে। দাবি করেন, তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা বার বারই হুমকি দিয়েছেন, ডিসেম্বর মাসেই রাজ্য় রাজনীতিতে বড় কিছু ঘটবে। কার্যত তৃণমূল সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরে বড় কিছু ঘটতে চলেছে। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি।
advertisement
এ দিনই নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার পার্থ চট্টোপাধ্য়ায় সহ অন্য়ান্য় অভিযুক্তদের আদালতে পেশ করা হবে। সেই কারণে পার্থ চট্টোপাধ্য়ায়কে আলিপুর আদালতে নিয়ে যায় পুলিশ। সেই সময়ই দলের হয়ে মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2022 11:48 AM IST