প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ পাবেন না ২০২২ সালের টেট উত্তীর্ণরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Primary Teacher Recruitment: ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ দেওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বয়সসীমা এড়িয়ে ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা আর বসার সুযোগ পাবেন না।
২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ দেওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বয়সসীমা এড়িয়ে ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা আর বসার সুযোগ পাবেন না।
কলকাতা বয়সসীমায় ছাড় দিয়ে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে ‘না’ বিচারপতি বিশ্বজিৎ বসুর। টেট পরীক্ষায় বসতে চান ২০২২ সালের টেট উত্তীর্ণরা। সেই অনুযায়ী, ২০২২ সালের টেট উত্তীর্নরা বয়সে ছাড় চেয়ে নতুন নিয়োগে অংশ নিতে চেয়ে হাইকোর্টে আবেদন জানান।
advertisement
advertisement
এই প্রসঙ্গে আবেদনকারীদের আইনজীবীর যুক্তি, এর আগেও আদালত এই ধরনের একটি মামলায় ২০১৭ সালের প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দিয়েছিল। প্রাথমিক বোর্ডের যুক্তি, ২০১৬ সালের রুল চ্যালেঞ্জ করা হয়নি। ওই রুলে কোনও ভাবেই হস্তক্ষেপ করা যায় না। বিচারপতি বসুর পর্যবেক্ষণ, ‘তৎকালীন একক বেঞ্চে পর্ষদের যুক্তি আলাদা ছিল।’
advertisement
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অনলাইনে আবেদন শুরু করেছে। বহু টেট উত্তীর্ণরা ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন। তবে ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীকা আদালতের নির্দেশ মতো বয়সে ছাড় পাচ্ছেন না। রাজ্যে ইতিমধ্যেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগ নিয়ে পদক্ষেপ করেছে রাজ্য, শুরু হয়েছে প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়াও।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 5:12 PM IST

