Presidency University: যাদবপুরের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়েও এ বার ইংরেজিতে পড়া বুঝতে অসুবিধা হলে রেমেডিয়াল ক্লাস

Last Updated:

Presidency University: বাম ছাত্র সংগঠনের দাবি ছিল, গ্রাম বাংলা থেকে আসা অনেক মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাষা

যাদবপুরের দেখানো পথে এবার প্রেসিডেন্সিরও ভরসা  "রেমেডিয়াল ক্লাস"
যাদবপুরের দেখানো পথে এবার প্রেসিডেন্সিরও ভরসা  "রেমেডিয়াল ক্লাস"
কলকাতা :  যাদবপুরের দেখানো পথে এবার প্রেসিডেন্সিরও ভরসা  "রেমেডিয়াল ক্লাস" । সম্প্রতি কলেজে নির্বাচনের মতো কয়েকদফা দাবি-সহ মাতৃভাষায় পড়াশোনার দাবি তুলে দীর্ঘ ১৭ দিন আন্দোলন চালায় এসএফআই। বাম ছাত্র সংগঠনের দাবি ছিল, গ্রাম বাংলা থেকে আসা অনেক মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাষা । শুধুমাত্র ইংরেজিতে সড়গড় না হওয়ার কারণে নম্বর কম পেতে শুরু করেছিলেন অনেক ছাত্রছাত্রী।
এসএফআই-এর দাবি শেষ একটি সেমিস্টারে ভাষাগত কারণে মানসিক ভাবে ভেঙে পড়ে বিশ্ববিদ্যালয় ছাড়েন প্রায় ৭০ জন ছাত্রছাত্রী। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলে যান অনেকেই। অনেক মেধাবী ছাত্রছাত্রীই আত্মহত্যাপ্রবণও হয়ে ওঠেন বলেও অভিযোগ তাঁদের সহপাঠীদের। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে, শুধুমাত্র ভাষাগত কারণে বিশ্ববিদ্যালয় ছাড়ার তত্ত্ব মানতে নারাজ তাঁরা। তবে ভাষাগত সমস্যার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতোই এবার রেমেডিয়াল ক্লাসের পথেই হাঁটতে চলেছে প্রেসিডেন্সি।
advertisement
বিশ্ববিদ্যালয়ের তরফে রীতিমত বিজ্ঞপ্তি জারি করে রুটিন মেনে এই সেমিস্টার থেকেই চালু হতে চলেছে এই রেমিডিয়াল ক্লাস। এসএফআই প্রেসিডেন্সি ইউনিটের সম্পাদক ঋষভ সাহা জানান, "অনেক ছাত্রই এমন আছেন যাঁরা তাঁদের মেধার জোরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। কিন্তু শুধুমাত্র ভাষাগত কারণে তাঁরা পিছিয়ে পড়েছেন বাকিদের থেকে। আমরা সেই কারণেই মাতৃভাষায় শিক্ষার দাবিতে আন্দোলন করেছিলাম। প্রায় ১৭ দিন আন্দোলন চলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জানান যে, যেহেতু প্রেসিডেন্সি ইংরাজি মাধ্যম হিসেবে পরিচিত, তাই হয়তো ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার স্বার্থে মাতৃভাষায় শিক্ষাদান সম্ভব নয়, তবে পরিকল্পিত উপায়ে প্রতি সপ্তাহেই রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করা হবে প্রান্তিক ছাত্র-ছাত্রীদের জন্য।"
advertisement
advertisement
কীভাবে হবে এই রেমেডিয়াল ক্লাস
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অ্যাকাডেমিক ডিনদের সঙ্গে আলোচনার পর সমস্ত বিভাগীয় প্রধানেরা বাছাই করবেন সেই সব ছাত্র ছাত্রীদের, যাঁদের প্রয়োজন রয়েছে এই ক্লাসের। ইংরেজিতে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা মাথায় রেখে মাতৃভাষায় না পড়ালেও এই রেমেডিয়াল ক্লাসে ভাষাগত সমস্যা দূর করার পাশাপাশি কমিউনিকেশন স্কিলের দিকেও জোর দেওয়া হবে। ছাত্রছাত্রীরা যাতে সাধারণ ক্লাসে পড়াশোনায় অংশগ্রহণ করতে পারে সেই বিষয় সুনিশ্চিত করা হবে এই রেমেডিয়াল ক্লাসে। প্রয়োজন অনুসারে সপ্তাহে দুদিন করে এই ক্লাস রাখার ভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের।
advertisement
কোভিড পরবর্তী সময়ে ভাষাগত সমস্যার কথা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও চালু করা হয়েছে এই রেমেডিয়াল ক্লাস। ছাত্রছাত্রীদের স্বার্থে এবার একই পথে হাঁটতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও। অতীতে বিশ্ববিদ্যালয়ে এই ক্লাসের ব্যবস্থা থাকলেও তা পরিকল্পিত সূচি অনুসারে ছিল না। এবার থেকে খাতায় কলমে এই ক্লাস আয়োজন করার ঘোষণায় খুশি ছাত্রছাত্রীরা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Presidency University: যাদবপুরের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়েও এ বার ইংরেজিতে পড়া বুঝতে অসুবিধা হলে রেমেডিয়াল ক্লাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement