প্রকাশিত NEET ইউজি ফলাফল, প্রথম ২০তে জ্বলজ্বল করছেন বাংলার রচিত ও রূপায়ণ! কী ভাবে দেখবেন রেজাল্ট?

Last Updated:

NEET Result: ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি ২০২৩-এর ফলাফল প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ থেকে রচিত সিংহচৌধুরী ১৬তম ও রূপায়ণ পাল ২০তম স্থান অর্জন করেছেন, রাজস্থানের মহেশ কুমার সর্বভারতীয় শীর্ষে।

Representative Image
Representative Image
চলতি বছরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৪ মে নেওয়া এই প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করা হল এক মাস ১০ দিন পর। নিট ইউজি পরীক্ষার মাধ্যমে ভারতে এমবিবিএস ও বিডিএস-সহ মেডিক্যালের স্নাতক স্তরে ভর্তির পথ উন্মুক্ত হয়।

মেধা তালিকায় বাংলা থেকে কৃতী ২ 

এ বছর নিট ইউজি-র সর্বভারতীয় মেধা তালিকার প্রথম ২০ জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে জায়গা করে নিয়েছেন দু’জন পরীক্ষার্থী।
advertisement
  • রচিত সিংহচৌধুরী দেশের মধ্যে ষোড়শ স্থান দখল করেছেন। তিনি রাজ্যেও শীর্ষস্থানাধিকারী।
  • রূপায়ণ পাল হয়েছেন ২০তম।
  • এছাড়াও ৬৭তম স্থানে রয়েছেন অনীক ঘোষ, যিনি আরও এক সম্ভাবনাময় বাঙালি পরীক্ষার্থী।
  • advertisement

    পরীক্ষার্থীর সংখ্যা ও সাফল্যের হার

    এ রাজ্য থেকে এ বছর নিট পরীক্ষায় বসেছিলেন ১,০৬,৬৭৫ জন। তাঁদের মধ্যে ৫৯,০১৮ জন উত্তীর্ণ হয়েছেন, যা রাজ্যের পক্ষে যথেষ্ট আশাব্যঞ্জক সাফল্য বলেই মনে করা হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
    advertisement

    সর্বভারতীয় স্তরের সেরা

    এ বছরের নিট ইউজি-তে সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের ছাত্র মহেশ কুমার। মোট পরীক্ষার্থী ছিলেন ২,২৭,৬০৬৯ জন, যার মধ্যে পরীক্ষা দিয়েছেন ২,২০,৯৩১৮ জন।
    • পুরুষ পরীক্ষার্থী ছিলেন ৯৬,৫৯৯৬ জন,
    • মহিলা পরীক্ষার্থী ১৩,১০,০৬২ জন,
    • এবং রূপান্তরকামী পরীক্ষার্থী ছিলেন ১১ জন।
    • এ বছর মোট ৫৬৬টি শহরের ৫,৪৬৮টি কেন্দ্র থেকে পরীক্ষা নেওয়া হয়, যার মধ্যে দেশ ও বিদেশ—দু’টোই অন্তর্ভুক্ত ছিল।
      advertisement

      ফলাফল দেখার পদ্ধতি— 

      পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পারবেন এই ওয়েবসাইটগুলোতে:
        এছাড়াও উমাঙ্গ অ্যাপ এবং ডিজিলকার (DigiLocker)-এর মাধ্যমেও ফলাফল দেখা যাবে। প্রথমবারের জন্য স্কোরকার্ড পাঠানো হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্টার্ড মেল আইডিতেও—এনটিএ-র এই নতুন পদক্ষেপ পরীক্ষার্থীদের সুবিধার্থেই।
        উল্লেখযোগ্যভাবে, গত বছর নিট ইউজি-তে প্রশ্ন ফাঁস সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছিল। সেই বিতর্কের পুনরাবৃত্তি এ বছর যেন না হয়, তার জন্য এনটিএ একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং প্রযুক্তিগত নজরদারিও জোরদার করে।
        বাংলা খবর/ খবর/শিক্ষা/
        প্রকাশিত NEET ইউজি ফলাফল, প্রথম ২০তে জ্বলজ্বল করছেন বাংলার রচিত ও রূপায়ণ! কী ভাবে দেখবেন রেজাল্ট?
        Next Article
        advertisement
        ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
        ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
        • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

        VIEW MORE
        advertisement
        advertisement