প্রকাশিত NEET ইউজি ফলাফল, প্রথম ২০তে জ্বলজ্বল করছেন বাংলার রচিত ও রূপায়ণ! কী ভাবে দেখবেন রেজাল্ট?
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
NEET Result: ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি ২০২৩-এর ফলাফল প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ থেকে রচিত সিংহচৌধুরী ১৬তম ও রূপায়ণ পাল ২০তম স্থান অর্জন করেছেন, রাজস্থানের মহেশ কুমার সর্বভারতীয় শীর্ষে।
চলতি বছরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৪ মে নেওয়া এই প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করা হল এক মাস ১০ দিন পর। নিট ইউজি পরীক্ষার মাধ্যমে ভারতে এমবিবিএস ও বিডিএস-সহ মেডিক্যালের স্নাতক স্তরে ভর্তির পথ উন্মুক্ত হয়।
মেধা তালিকায় বাংলা থেকে কৃতী ২
এ বছর নিট ইউজি-র সর্বভারতীয় মেধা তালিকার প্রথম ২০ জনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে জায়গা করে নিয়েছেন দু’জন পরীক্ষার্থী।
advertisement
advertisement
পরীক্ষার্থীর সংখ্যা ও সাফল্যের হার
এ রাজ্য থেকে এ বছর নিট পরীক্ষায় বসেছিলেন ১,০৬,৬৭৫ জন। তাঁদের মধ্যে ৫৯,০১৮ জন উত্তীর্ণ হয়েছেন, যা রাজ্যের পক্ষে যথেষ্ট আশাব্যঞ্জক সাফল্য বলেই মনে করা হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
advertisement
সর্বভারতীয় স্তরের সেরা
এ বছরের নিট ইউজি-তে সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের ছাত্র মহেশ কুমার। মোট পরীক্ষার্থী ছিলেন ২,২৭,৬০৬৯ জন, যার মধ্যে পরীক্ষা দিয়েছেন ২,২০,৯৩১৮ জন।
এ বছর মোট ৫৬৬টি শহরের ৫,৪৬৮টি কেন্দ্র থেকে পরীক্ষা নেওয়া হয়, যার মধ্যে দেশ ও বিদেশ—দু’টোই অন্তর্ভুক্ত ছিল।
advertisement
ফলাফল দেখার পদ্ধতি—
পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পারবেন এই ওয়েবসাইটগুলোতে:
এছাড়াও উমাঙ্গ অ্যাপ এবং ডিজিলকার (DigiLocker)-এর মাধ্যমেও ফলাফল দেখা যাবে। প্রথমবারের জন্য স্কোরকার্ড পাঠানো হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্টার্ড মেল আইডিতেও—এনটিএ-র এই নতুন পদক্ষেপ পরীক্ষার্থীদের সুবিধার্থেই।
উল্লেখযোগ্যভাবে, গত বছর নিট ইউজি-তে প্রশ্ন ফাঁস সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছিল। সেই বিতর্কের পুনরাবৃত্তি এ বছর যেন না হয়, তার জন্য এনটিএ একাধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং প্রযুক্তিগত নজরদারিও জোরদার করে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 4:14 PM IST