Parai Shikkhalay: বিরাট খবর! পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে শুধু শিক্ষা নয়, পড়ুয়াদের জন্য থাকছে আরও কিছু!

Last Updated:

Parai Shikkhalay: রাজ্যের তরফে শুরু করা হচ্ছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। শুধু তাই নয়, পাড়ায় শিক্ষালয়ে মিলবে মিড ডে মিলও।

পাড়ায় শিক্ষালয়ে মিলবে মিড ডে মিলও!
পাড়ায় শিক্ষালয়ে মিলবে মিড ডে মিলও!
#কলকাতা: করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ। গত নভেম্বরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুললেও জানুয়ারিতে ফের বন্ধ হয়েছিল স্কুল। তবে রাজ্যে করোনা সংক্রমণ কমে যাওয়ায় ফের খুলেছে স্কুল। নবম থেকে দ্বাদশের পাশাপাশি অষ্ঠম শ্রেণীর পড়ুয়ারাও যাচ্ছে স্কুলে। তবে সপ্তম ও তার নীচু ক্লাসের পড়ুয়ারা এখনও স্কুলে যেতে পারছে না। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে শুরু করা হচ্ছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। শুধু তাই নয়, পাড়ায় শিক্ষালয়ে মিলবে মিড ডে মিলও।
বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, পাড়ায় শিক্ষালয় চলাকালীন রান্না করা মিড ডে মিল দিতে হবে।'' উল্লেখ্য, আগামী সোমবার থেকে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য শুরু হবে পাড়ায় পাড়ায় শিক্ষালয়।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন, যে শিশুরা এখনও করোনা টিকা পায়নি, তাদের পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে যেতে হবে। বৃষ্টির দিনে এই ক্লাস করা যাবে না। এছাড়া ক্লাসের জন্য বড় জায়গা বেছে নিতে হবে। বড় জায়গা না থাকলে গাছের তলায় পাড়ায় শিক্ষালয় হবে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরস্বতী পুজোর পর আইসিডিএস সেন্টারগুলি পাড়ায় পাড়ায় স্কুল খুলতে পারে। সেক্ষেত্রে মিড ডে মিল বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
advertisement
মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পরই পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে মিড ডে মিল নিয়ে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর। পাড়ায় শিক্ষালয় চলাকালীন রান্না করা খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এই বিষয়ে সমস্ত জেলাশাসকদের বার্তাও দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Parai Shikkhalay: বিরাট খবর! পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে শুধু শিক্ষা নয়, পড়ুয়াদের জন্য থাকছে আরও কিছু!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement