Recruitment 2022: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ২২ পদে অধ্যাপক নিয়োগ, জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। (Recruitment 2022)
#তিরুচিরাপল্লী: সম্প্রতি তিরুচিরাপল্লীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (National Institute of Technology) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2022)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2022)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2022)।
NIT Tiruchirappalli Faculty Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে ২ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
NIT Tiruchirappalli Faculty Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। মূলত অস্থায়ী পদে নিয়োগ হবে। ইউজি/পিজি কোর্স, কারিকুলাম ডেভেলপমেন্ট, ডেলিভারি ও ইভ্যালুয়েশন ইত্যাদি কাজের নিরিখে প্রার্থীদের নিয়োগ করা হবে।
বিশদ নোটিশ লিঙ্ক-
advertisement
আরও পড়ুন: টাটা মেমোরিয়ালে নার্সিংয়ে বিপুল নিয়োগ, জানুন বিশদে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | তিরুচিরাপল্লী, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (National Institute of Technology) |
পদের নাম: | অধ্যাপক |
শূন্যপদের সংখ্যা: | ২২ |
কাজের স্থান: | তিরুচিরাপল্লী |
কাজের ধরন: | অস্থায়ী পদে |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | ০২.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | ইঞ্জিনিয়ারিং- প্রথম শ্রেণিতে বিই/বি.টেক বা এমই/এম.টেক ডিগ্রি সহ পিএইচডি ডিগ্রি, হিউম্যানিটিসজ/ সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন- বিএ/বিএসসি/বি.কম/বিসিএ অথবা এমএ/এমএসি/এম.কম/এমসিএ বা সমযোগ্যতা সম্পন্ন, আর্কিটেকচার- ব্যাচেলর ডিগ্রি/ এম.প্ল্যান/ এম.আর্কিটেকচারে ডিগ্রি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন ও অফলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ১৬.০১.২০২২
NIT Tiruchirappalli Faculty Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং- প্রথম শ্রেণিতে বিই/বি.টেক বা এমই/এম.টেক ডিগ্রি সহ পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা আবেদনের যোগ্য।
হিউম্যানিটিজ/ সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন- বিএ/বিএসসি/বি.কম/বিসিএ অথবা এমএ/এমএসি/এম.কম/এমসিএ বা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি প্রাপ্তরা আবেদনের যোগ্য।
আর্কিটেকচার- ব্যাচেলর ডিগ্রি/ এম.প্ল্যান/ এম.আর্কিটেকচারে ডিগ্রি প্রাপ্তরা আবেদনের যোগ্য।
advertisement
NIT Tiruchirappalli Faculty Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
বাছাই তালিকা প্রকাশ করে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
NIT Tiruchirappalli Faculty Recruitment 2022: আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের ফটোকপি সহ প্রতিষ্ঠানের এই ঠিকানায় পাঠাতে হবে, “The Registrar, National Institute of Technology, Tiruchirappalli — 620015, Tamil Nadu”। আবেদনপত্র পাঠানো শেষ দিন ১৯ জানুয়ারি, ২০২২।
Location :
First Published :
January 06, 2022 6:16 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ২২ পদে অধ্যাপক নিয়োগ, জানুন