Recruitment 2022: টাটা মেমোরিয়ালে নার্সিংয়ে বিপুল নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

আগামী ১২ জানুয়ারি, ২০২২ তারিখে ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে। (Recruitment 2022)

Recruitment 2022
Recruitment 2022
#নয়াদিল্লি: সম্প্রতি টাটা মেমোরিয়াল সেন্টারের (Tata Memorial Centre) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নার্স (nurse) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2022)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2022)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা টাটা মেমোরিয়াল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2022)।
Tata Memorial Centre Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ১২ জানুয়ারি, ২০২২ তারিখে ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে। ইন্টারভিউ নেওয়া হবে প্রতিষ্ঠানের এই ঠিকানায়, “Homi Bhabha Cancer Hospital, Ghanti Mill Road, Lahartara, Old Loco Colony, Shivpurva, Varanasi, Uttar Pradesh”। প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন সকাল ৯টা বেজে ৩০ মিনিট থেকে ১১টা বেজে ৩০ মিনিটের মধ্যে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছতে হবে।
advertisement
advertisement
Tata Memorial Centre Recruitment 2022: বিশেষ ঘোষণা
ইন্টারভিউয়ের প্রার্থীদের বায়ো-ডেটা, সাম্প্রতিক রঙিন ছবি, সমস্ত ডকুমেন্টের অরিজিনাল ফটো, প্যান কার্ড, আধার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট ও সমস্ত ডকুমেন্টের স্ব-সাক্ষরিত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। সকাল ৯টা বেজে ৩০ মিনিট থেকে ১১টা বেজে ৩০ মিনিটের মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে।
advertisement
Tata Memorial Centre Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত অ্যাডহক বেসিসে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা:টাটা মেমোরিয়াল সেন্টার (Tata Memorial Centre)
পদের নাম:নার্সিং
শূন্যপদের সংখ্যা:৫৬
কাজের স্থান:উত্তরপ্রদেশ
কাজের ধরন:অ্যাডহক বেসিসে
নির্বাচন পদ্ধতি:ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু:কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা:অঙ্কোলজি নার্সিংয়ে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারিতে ডিপ্লোমা এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা
আবেদন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
advertisement
ইন্টারভিউয়ের দিন: ১২.০১.২০২২
Tata Memorial Centre Recruitment 2022: আবেদনের যোগ্যতা
অঙ্কোলজি নার্সিংয়ে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারিতে ডিপ্লোমা এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Tata Memorial Centre Recruitment 2022: বয়সসীমা
ইন্টারভিউয়ের তারিখের দিন অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।
Tata Memorial Centre Recruitment 2022: বেতনক্রম
মাসিক ২৯,০০০ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: টাটা মেমোরিয়ালে নার্সিংয়ে বিপুল নিয়োগ, জানুন বিশদে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement