#নয়াদিল্লি: সম্প্রতি অন্ধ্রপ্রদেশের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের (Department of School Education, Andhra Pradesh) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এপি মডেল স্কুল সোসাইটিতে শিক্ষক (Teacher) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Teachers Recruitment 2022)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Teachers Recruitment 2022)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এপি মডেল স্কুল সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Teachers Recruitment 2022)।
AP Model School Society Teachers Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে ৩ জানুয়ারি থেকে। প্রার্থীদের আগামী ৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে বিভিন্ন পদে নিয়োগ! আজই আবেদন করুন...
AP Model School Society Teachers Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-https://nadunedu.se.ap.gov.in/stms/imagepath/GOS_CIRCULARS/APMS_GUEST_TEACHER/Notification.pdf
আরও পড়ুন: টাটা মেমোরিয়ালে নার্সিংয়ে বিপুল নিয়োগ, জানুন বিশদে
AP Model School Society Teachers Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
টিজিটি- ৭১টি পদ
পিজিটি- ২১১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | এপি মডেল স্কুল সোসাইটি, অন্ধ্রপ্রদেশ (AP Model School Society) |
পদের নাম: | শিক্ষক |
শূন্যপদের সংখ্যা: | ২৮২ |
কাজের স্থান: | অন্ধ্রপ্রদেশ |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | প্রার্থী বাছাই করা হবে |
আবেদন প্রক্রিয়া শুরু: | ০৩.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ০৭.০১.২০২২
AP Model School Society Teachers Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে হতে হবে।
AP Model School Society Teachers Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
সংশ্লিষ্ট জোন হেড কোয়ার্টারের স্কুল এডুকেশনের আঞ্চলিক যুগ্ম পরিচালক এবং অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত বাছাই কমিটির মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। সংশ্লিষ্ট RJDSEs এই বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতার শর্ত সাপেক্ষে বাছাই তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের সমস্ত মূল নথি যাচাই করবে।
AP Model School Society Teachers Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২৮২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। মূলত পোস্ট গ্রাজুয়েট এবং ট্রেনড গ্র্যাজুয়েট শিক্ষকদের নিয়োগ করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।