NEET UG Results: বাস্তব হল সেই স্বপ্ন, ডাক্তার হতে চলেছে মালদহের পরিযায়ী শ্রমিকের ছেলে

Last Updated:

NEET UG Results: এই বছরের নিট পরীক্ষায় ৫৫৯ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়াশোনার সুযোগ পেয়েছে সে। সর্বভারতীয় স্তরে তার র‍্যাঙ্ক হয়েছে ৮৭৬৪। তার এমন সাফল্যে খুশির হাওয়া পরিবারসহ গোটা গ্রামে।

+
নিট

নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজর কাড়ল মালদহের পরিযায়ী শ্রমিকের ছেলে

মালদহ: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া ফল মালদহের পরিযায়ী শ্রমিকের ছেলের। বাবা ভিন রাজ্যে নির্মাণ শ্রমিক, মা অন্যের বাড়ির পরিচারিকা, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ছেলের নজর কাড়া ফল। ছোট মাটির ঘরে বসেই তৈরি হচ্ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্ন‌ই বাস্তবে রূপান্তরিত হতে চলেছে আজ। মালদহ চাঁচলের ধঞ্জনা গ্রামের পরিযায়ী শ্রমিকের ছেলে মোহাম্মদ রকিউল রেজা। এই বছরের নিট পরীক্ষায় ৫৫৯ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়াশোনার সুযোগ পেয়েছে সে। সর্বভারতীয় স্তরে তার র‍্যাঙ্ক হয়েছে ৮৭৬৪। তার এমন সাফল্যে খুশির হাওয়া পরিবারসহ গোটা গ্রামে। ফল প্রকাশের খবর চাউর হতেই তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমিয়েছেন আত্মীয়-স্বজনসহ গ্রামবাসীরা। তাকে মুখ মিষ্টি করিয়ে সংবর্ধনা জানান পরিবারের সদস্য সহ স্থানীয়রা।
ছোট থেকেই পড়াশোনায় মেধাবী রকিউল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে নজর কাড়া ফল ছিল তার। চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে শুরু করে নিট পরীক্ষার প্রস্তুতি। নিট উত্তীর্ণ রকিউল রেজা জানান, “ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং নিয়ে নিয়মিত পড়াশোনা করতাম। পাশাপাশি ইউটিউব থেকেও অনেক সাহায্য নিয়েছি। তার লক্ষ্য, ভবিষ্যতে একজন সফল কার্ডিওলজিস্ট চিকিৎসক হওয়া।” রকিউলের মা রোকেয়া খাতুন বলেন, “আমার দুই ছেলেই খুব ভাল পড়াশোনা করে। স্বামীর পরিশ্রমেই ওদের এতদূর পৌঁছন সম্ভব হয়েছে। এখনও মাটির ঘরে থাকলেও আশা করি ওদের জন্য একদিন সব বদলে যাবে।”
advertisement
advertisement
রকিউলের বাবা শেখ সাহাজান আলি একজন পরিযায়ী শ্রমিক। বর্তমানে তিনি ভিন রাজ্য মুম্বইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করছেন। অভাব অনটনের মধ্যেও দুই ছেলের শিক্ষার খরচ চালিয়ে যাচ্ছেন তিনি। পরিযায়ী শ্রমিকের ছেলের এমন সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে জেলার শিক্ষা মহলে।
জিএম মোমিন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG Results: বাস্তব হল সেই স্বপ্ন, ডাক্তার হতে চলেছে মালদহের পরিযায়ী শ্রমিকের ছেলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement