NEET UG: পরীক্ষার্থীর নয়া রেকর্ড গড়ল NEET UG, ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা

Last Updated:

চলতি বছরের নিট ইউজিতে প্রায় ২১ লক্ষ পড়ুয়া রেজিস্ট্রেশন করেছে৷ যার মধ‍্যে ২০ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

পরীক্ষার্থীর নয়া রেকর্ড গড়ল NEET UG, ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা
পরীক্ষার্থীর নয়া রেকর্ড গড়ল NEET UG, ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা
নিট ইউজির (NEET UG) পরীক্ষার্থীরা এবার নতুন একটি রেকর্ড গড়ল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরিচালিত মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন শেষ হয়েছে ৬ এপ্রিল ২০২৩ ৷ চলতি বছরের নিট ইউজিতে প্রায় ২১ লক্ষ পড়ুয়া রেজিস্ট্রেশন করেছে৷ যার মধ‍্যে ২০ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
জাতীয় সংবাদসংস্থার প্রকাশিত খবরে, পরীক্ষার আয়োজনের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন যে এই বছর ২১ লক্ষের মধ্যে প্রায় ১২ লক্ষ মহিলা পরীক্ষার্থী। দেশে আয়োজিত বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার মধ্যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ নিট ইউজি অন‍্যতম বড় পরীক্ষা।
advertisement
advertisement
রেজিস্ট্রেশনের পরিসংখ্যান অনুযায়ী, মোট ২০.৮৭ লক্ষ পরীক্ষার্থী এই বারের নিট ইউজি দেওয়ার জন্য আবেদন করেছেন। যা গত বছরের তুলনায় ২.৫৭ লক্ষ বেশি। গত বছর ১৮ লক্ষ ৭২ হাজার শিক্ষার্থী এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এবছর রের্কড সংখ‍্যক আবেদনপত্র জমা পড়েছে মহারাষ্ট্র থেকে। তারপরই তালিকায় আছে উত্তর প্রদেশ।
advertisement
উল্লেখ‍্য, এবছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটাই বেশি পুরুষদের তুলনায়। নিট ইউজি-২০২৩-এর জন‍্য রেজিস্ট্রেশন করেছে মোট ১১.৮ লক্ষ মহিলা পরীক্ষার্থী। অন্য দিকে, পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৯.০২ লক্ষ। অর্থাৎ, এ বার পুরুষদের তুলনায় ২.৮ লক্ষ বেশি মহিলা পরীক্ষার্থী নিট ইউজিতে আবেদন জানিয়েছেন।
advertisement
ইতিমধ‍্যে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) পক্ষ থেকে এবছর পরীক্ষার ভাষার মা‍ধ‍্যম সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাঁরা নিট ইউজি পরীক্ষাটি ইংরেজি ভাষায় দিতে চান, তাঁদের ইংরেজি প্রশ্নপত্রই দেওয়া হবে। অন্য দিকে, যাঁরা হিন্দিতে পরীক্ষা দিতে চান, তাঁদের হিন্দি এবং ইংরেজি দু’টি ভাষাতে প্রশ্নপত্র দেওয়া হবে। অন্যান্য আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে চাইলেও তাঁদের দ্বিভাষিক প্রশ্নপত্র দেওয়া হবে। পছন্দের আঞ্চলিক ভাষা ছাড়াও দেওয়া হবে ইংরেজি প্রশ্নপত্র।
advertisement
পরীক্ষা হবে আগামী ৭ মে, রবিবার। এই পরীক্ষাটি হবে ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দুতে। দুপুর ২.০০ থেকে থেকে বিকেল ৫.২০ পর্যন্ত একটি শিফটেই পরীক্ষা হবে। পরীক্ষার সিটি স্লিপ এবং অ্যাডমিট কার্ড এপ্রিলের শেষের মধ্যে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছরই নিট পরীক্ষা পরিচালনা করে ডাক্তারির এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং বিএসসি অনার্স নার্সিং কোর্স।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG: পরীক্ষার্থীর নয়া রেকর্ড গড়ল NEET UG, ছেলেদের ছাপিয়ে গেল মেয়েরা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement