IIT Kharagpur: পড়ুয়াদের গরমে স্বস্তি দিতে চিন্তাতীত উদ্যোগ আইআইটি খড়গপুরের, পড়াশোনা হবে এবার আরামদায়ক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
IIT Kharagpur: আইআইটি খড়গপুরে চলছে ফাইনাল সেমেস্টার পরীক্ষা আর সেই সময় পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত যেন না ঘটে তার জন্য বিশেষ বব্যস্থা নিল আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।
খড়গপুর: তীব্র দাবদাহের কারণে বন্ধ রাজ্যের স্কুল-কলেজ। কিন্তু আইআইটি খড়গপুরে চলছে ফাইনাল সেমেস্টার পরীক্ষা আর সেই সময় পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত যেন না ঘটে তার জন্য বিশেষ বব্যস্থা নিল আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। ফাইনাল সেমেস্টার পরীক্ষার সময় শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য এসি ঘর দেওয়া হল ।
আরও পড়ুনঃ বড় খবর! স্নাতকে কেন্দ্রীয়ভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু চলতি শিক্ষাবর্ষেই! যা হতে চলেছে...
advertisement
ডিন অফিস থেকে বুধবার শিক্ষার্থীদের একটি ইমেল করে এসি রুমের একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। ইমেলে শিক্ষার্থীদের একটি তালিকা রয়েছে। প্রতিটি নামের বিপরীতে স্লট উল্লেখ করা হয়েছে। কে কখন কোন এসি রুমে পড়বে তা বলা আছে সেখানে। ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পড়ুয়ারা এসি রুম পাবে।
advertisement
ইনস্টিটিউটের একজন আধিকারিক বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড, যা খড়গপুরে বিদ্যুৎ সরবরাহ করে, তার বিদ্যুৎ হোস্টেল এবং ক্লাসরুমে অনিয়মিত সরবরাহের অভিযোগ উঠেছিল। আভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রবিবার মেরামত করা হয়েছে। আধিকারিক আরও বলেন, হোস্টেল এবং ক্লাসরুমে বিদ্যুৎ সরবরাহের সম্যসা আপাতত স্থিতিশীল কিন্তু অসহ্য গরমে ফ্যানের হাওয়া একেবারেই পর্যাপ্ত নয়। তাই এসি রুম দেওয়া হয়েছে পড়ুয়াদের।
advertisement
গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলায় দিনের তাপমাত্রা প্রতিদিন ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠছে। ‘দ্য স্কলারস অ্যাভিনিউ’, ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি মিডিয়া প্ল্যাটফর্ম। সোমবার তার ফেসবুক পেজে তাপপ্রবাহের মধ্যে ফাইনাল সেমেস্টার পরীক্ষার প্রস্তুতির নিতে যে সমস্ত সম্যসার মুখোমুখি হচ্ছে শিক্ষার্থীরা তা তুলে ধরা হয়। আর তারপরেই আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করে পড়ুয়াদের স্বাস্থ্য এবং পড়াশোনার কথা মাথায় রেখে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 7:49 PM IST