Heatwave In Tripura: ত্রিপুরায় তাপপ্রবাহ, আগামী রবিবার পর্যন্ত সরকারি স্কুল বন্ধ, জরুরি ব্যবস্থার নির্দেশ সরকারের

Last Updated:

Heatwave In Tripura: এ রাজ্যের মতো ত্রিপুরাতেও তীব্র তাপপ্রবাহ চলছে৷ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁয়েছে৷

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
আগরতলা: তাপপ্রবাহের কারণে বিশেষ কিছু নির্দেশিকা জারি করল ত্রিপুরা সরকার৷ ত্রিপুরার সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল৷ এ রাজ্যের মতো ত্রিপুরাতেও তীব্র তাপপ্রবাহ চলছে৷ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁয়েছে৷ সেই পরিস্থিতির কথা মাথায় রেখে, মঙ্গলবার একাধিক নির্দেশনামা জারি করা হল৷ সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন সরাসরি সূর্যের প্রখর তাপ আপাতত এড়িয়ে চলার চেষ্টা করেন৷ মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের বেশি কিছু অংশেও স্কুল বন্ধ থাকছে৷
ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অতিরিক্ত শুল্ক-সচিব এমইউ আহমেদ আটটি জেলাকে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সাহায্যে জরুরি ভিত্তিক কর্মকাণ্ড শুরু করা নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি কুইক রেসপন্স টিম তৈরি রাখতে বলা হয়েছে, যাতে কোথাও কোনও বিদ্যুৎ বিপর্যয় হলে তার দ্রুত সারাইয়ের ব্যবস্থা করা যায়৷ কী কী ব্যবস্থা নেওয়া হল, তার বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফতর
যে নির্দেশনামা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, তাপপ্রবাহ, সান বার্ন ও সান স্ট্রোকের মতো ঘটনাকে ত্রিপুরায় বিপর্যয়ের তালিকায় নিয়ে আসা হয়েছে৷ এগুলি রোধে যথাযথ ব্যবস্থা নিতে হবে৷ এ ছাড়া সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে সচেতনতা তৈরি করতে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাতে হবে৷ সাধারণ মানুষের জন্য পথে-ঘাটে কোনও শেড বা আশ্রয়স্থানের ব্যবস্থা করা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজও করতে হবে৷
advertisement
পাশাপাশি ত্রিপুরা সরকার সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আজ, অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে৷ এই মাসের ১৪-১৫ তারিখেই ৩৯ ডিগ্রির কোঠায় পৌঁছে গিয়েছিল ত্রিপুরার সর্বোচ্চ তাপমাত্রা৷ আর সেই কারণেই এই ব্যবস্থা৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Heatwave In Tripura: ত্রিপুরায় তাপপ্রবাহ, আগামী রবিবার পর্যন্ত সরকারি স্কুল বন্ধ, জরুরি ব্যবস্থার নির্দেশ সরকারের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement