Murshidabad News: কখনও ব্যায়াম,কখনও ছড়া বলা -সব মিলিয়ে জমজমাট ক্লাস

Last Updated:

তেমনই মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের এক পাড়ায় শিক্ষালয়ে এক শিক্ষকের পাঠদানের অভিনব কায়দার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Murshidabad News: Teacher teaching in an unique way to children , video goes viarl
Murshidabad News: Teacher teaching in an unique way to children , video goes viarl
#বহরমপুর:  জীবন গড়ার প্রথম পাঠ, শিশুর চাই খেলার মাঠ। শিশুদের খেলার মাধ্যমে ভৌতিক বিকাশ ঘটে এটা অপরিহার্য।করোনা আবহে দীর্ঘদিন বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ থাকার পর, অবশেষে রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক, পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা খোলা আকাশের নিচে পঠন পাঠন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোটা রাজ্যজুড়ে। তেমনই মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের এক পাড়ায় শিক্ষালয়ে এক শিক্ষকের পাঠদানের অভিনব কায়দার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেই ভিডিওতে দেখা গিয়েছে ,  স্কুলের সামনের মাঠে বৃত্তাকারে ও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খুদে পড়ুয়ারা। তাদের মাঝে কান্দি পৌরসভা এলাকার বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল সাহা বিভিন্ন অঙ্গভঙ্গীর মাধ্যমে ছড়া বলছেন। গাবদা গাবুস মুটকি, ভাত খায়না চটকে, কাদে আঙুল মটকে। লাল পিঁপড়ে দেখলে পড়ে, অমনি পালায় সটকে। পাশাপাশি, ‘মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়, কনুইয়ের ধাক্কায়, ঢিবি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে। শুধু তাই নয়, বিভিন্ন ছড়া ব্যায়াম প্রদর্শন করে খুদে পড়ুয়াদের মনোরঞ্জন করছেন এবং ক্লাস নিচ্ছেন। শুধু তাই নয় পড়ুয়াদের সেই ছড়ার প্রতিটি বাক্যের মানে বোঝাতে উৎপল বাবু কখনও সামনের দিকে ঝুঁকে দু’হাত মুখের সামনে এনে খাওয়ার ভঙ্গি করছেন, কখনও আবার দু’হাত নাড়িয়ে ও সিড়ি দিয়ে ওপরে ওঠার ভঙ্গি করছেন। কোভিড মহামারি পরিস্থিতিতে ছাত্র ও ছাত্রীরা গৃহবন্দি ছিল।
advertisement
advertisement
তাই পড়ুয়ারা বর্তমানে স্কুলে এলেও মনোরঞ্জন করতে পারছেন না। ছাত্র ও ছাত্রীদের মনোরঞ্জন দিতে উৎপল বাবুর এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। যা প্রশংসিত গোটা মুর্শিদাবাদ জেলার অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাদের কাছে। শিশুদের শুধু পাঠদান নয়, শিশুদের চাই খেলার মাঠ। মুক্ত আকাশ সেই ভাবাবেগ কে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই ভিডিও তার সহকারি শিক্ষক সোসাল মিডিয়ায় দিতেই রীতিমতো ভাইরাল হয়েছে। যথেষ্ট শুভেচ্ছাও কুড়িয়েছেন নেটিজেনদের।
advertisement
সহকারী শিক্ষক উৎপল সাহা তার কথায়, ‘‘আমাদের মূল উদ্দেশ্য। জীবন গড়ার প্রথম পাঠ শিশুর চাই খেলার মাঠ। শিশুদের খেলার মাধ্যমে ভৌতিক বিকাশ ঘটে এটা অপরিহার্য। সেই কারনে ক্লাস রুমে আবদ্ধ থাকার বাইরে ছড়া ব্যামের মাধ্যমে আমাদের এটা খুদ্র প্রচেষ্টা। শারিরীক গঠন ও মানষিক গঠন আমরা বেছে নিয়েছি। এইভাবে ছাত্রদের কে পাঠদান করে চলেছি।’’
advertisement
প্রধান শিক্ষক প্রশান্ত কুমার পাল জানান, ‘‘ছাত্রদের সবচেয়ে শরীর গঠন ঠিক হলে লেখা পড়া মন হবে। তাহলে তার মস্তিস্ক গঠন ঠিক হবে। প্রাথমিকে ছাত্র ও ছাত্রীদের পড়াশুনো পাশাপাশি খেলাধুলো মাধ্যমে পাঠদান দিলে ছাত্র ও ছাত্রীরা উপকৃত হবে বলে জানান তিনি।’’
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Murshidabad News: কখনও ব্যায়াম,কখনও ছড়া বলা -সব মিলিয়ে জমজমাট ক্লাস
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement