Lizard, Cockroach: ঘর মোছার বালতিতে এই কয়েক জিনিসের যেটা খুশি মিশিয়ে দেখুন, আরশোলা-টিকটিকি বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Lizard, Cockroach: ঘর মোছার করার সময় জলে কিছু জিনিস মিশিয়ে দিলেই ভাল ফল পাওয়া যাবে। দেখে নেওয়া যাক সেই জিনিসগুলো কী!
বর্ষাকালে আরশোলা এবং টিকটিকির উপদ্রব বেড়ে যায়। ঘরের চারপাশের আর্দ্রতা আরশোলা এবং অন্যান্য পোকামাকড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ঘরে ঢুকে তারা রোগ ছড়ায়। মেঝেতে ঘুরে না বেড়ালেও টিকটিকি কম বিপজ্জনক নয়। এদের বাড়ি থেকে দূর করার জন্য কীটনাশক বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়েই সেটা করা যেতে পারে। ঘর মোছার করার সময় জলে কিছু জিনিস মিশিয়ে দিলেই ভাল ফল পাওয়া যাবে। দেখে নেওয়া যাক সেই জিনিসগুলো কী!
advertisement
advertisement
পেঁয়াজ এবং রসুন: পেঁয়াজ এবং রসুনের রস জলে মিশিয়ে বাড়িতে স্প্রে করা যেতে পারে। অথবা এক বালতি জলে মিশিয়ে মেঝে পরিষ্কার করা যেতে পারে। এর তীব্র গন্ধ টিকটিকি এবং আরশোলা তাড়ায়। আসবাবপত্র, ঘরের কোণে এবং ঘরের প্রবেশপথে এই তরল স্প্রে করলে ভাল ফল পাওয়া যাবে। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের কোয়া ঘরের এখানে-সেখানে রাখলেও আরশোলা এবং ঘরে ঘুরে বেড়াবে না।
advertisement
ভিনিগার এবং বেকিং সোডা: ঘর যতই পরিষ্কার করা হোক না কেন, পোকামাকড় ফিরে এসে সমস্যা তৈরি করতেই থাকে। তবে, ভিনিগার এবং বেকিং সোডা দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে। ভিনিগার এবং বেকিং সোডা ঘর মোছার জলের সঙ্গে মিশিয়ে নিলেই হল! এই দুটির মিশ্রণের গন্ধ টিকটিকি, পোকামাকড় এবং আরশোলাদের সহ্য হয় না। ফলে, তারা নিজেরাই ঘর ছেড়ে চলে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement