Economist ভারতসেরা অর্থনীতিবিদের তালিকায় মেদিনীপুরের যুবক! কে তিনি? আগামীর লক্ষ্য অবাক করবে

Last Updated:

ভারত সেরা অর্থনীতিবিদের তালিকায় মেদিনীপুরের কৃতি সন্তান, গর্বিত গোটা মেদিনীপুর।

+
কৃতিতে

কৃতিতে তালিকায় মেদিনীপুরের যুবক

মেদিনীপুর, রঞ্জন চন্দ: গ্রামীণ অর্থনীতির উন্নতি, গ্রামীণ প্রতিভার বিকাশ এবং ভারতীয় অর্থনীতি ও গবেষণার মান বৃদ্ধি লক্ষ্য মেদিনীপুরের এই কৃতির। ভারতের শীর্ষ অর্থনীতিবিদের তালিকায় সর্বমোট ১০০ জনের তালিকায় সফল মেদিনীপুরের এক ব্যক্তির। সম্প্রতি প্রকাশিত এই তালিকার ৭৪ তম স্থানে মেদিনীপুরের নরসিংহ দাস!
সম্প্রতি প্রকাশিত IDEAS Research Papers in Economics এর শীর্ষ ১০০ অর্থনীতিবিদের তালিকায় মেদিনীপুরের যুবক। অর্থনীতিতে অসাধারণ দক্ষতা, অভিজ্ঞতা এবং গবেষণা এনে দিয়েছে এই সম্মান। অধ্যাপক নরসিংহ দাসের লক্ষ্য ভারতের তরুন যুবকদের অর্থনীতিতে তুলে আনা এবং ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করা। পুজোর মরশুমে ভারতের শীর্ষ ১০০ অর্থনীতিবিদের তালিকায় স্থান করে নিয়েছেন মেদিনীপুরের যুবক। তাঁর গবেষণার মূল ক্ষেত্র Energy and Environmental Economics।
advertisement
advertisement
পাশাপাশি ভারতীয় অর্থনীতি, উন্নয়নমূলক নীতি এবং সমসাময়িক অর্থনৈতিক সমস্যার সমাধান এবং তার ব্যবহারিক প্রয়োগ। গবেষক নরসিংহ দাস, বর্তমানে পুনেতে গবেষক হিসেবে কর্মরত। সম্প্রতি IDEAS –এর বেরানো সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ভারতের শীর্ষ ১০০ অর্থনীতিবিদের তালিকায় ৭৪ তম স্থান অর্জন করেছেন এই মেদিনীপুরের অর্থনীতিবিদ। এই সাফল্য তাঁর দীর্ঘ গবেষণা যাত্রা এবং একাডেমিক অবদানের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
advertisement
উল্লেখ্য,এই অর্থনীতিবিদের বাড়ি মেদিনীপুরের কোতওয়ালি থানার অন্তর্গত মানিকপুর এলাকায়। তিনি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন মেদিনীপুর কলেজ থেকে।
এরপর তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।তাঁর গবেষণার মূল ক্ষেত্র Energy and Environmental Economics, পাশাপাশি ভারতীয় অর্থনীতি, উন্নয়নমূলক নীতি এবং সমসাময়িক অর্থনৈতিক সমস্যা।প্রসঙ্গত, IDEAS Research Papers in Economics হল বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি-ভিত্তিক ওপেন ডাটাবেস, যেখানে লক্ষাধিক গবেষণা প্রবন্ধ, কার্যপত্র, বই ও নিবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে গবেষকদের প্রকাশিত কাজ, উদ্ধৃতি সংখ্যা, ডাউনলোড এবং অন্যান্য সূচকের ভিত্তিতে এখানে র‌্যাঙ্কিং তৈরি হয়।
advertisement
উল্লেখ্য,গত এক দশকের ধারাবাহিক গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রকাশনার ভিত্তিতে ৭৪ তম স্থান অর্জন নিঃসন্দেহে এই গবেষকের একাডেমিক যাত্রায় এক মাইলফলক।এর মাধ্যমে তিনি শুধু ভারতের মধ্যে নয়, বৈশ্বিক গবেষণা অঙ্গনেও নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Economist ভারতসেরা অর্থনীতিবিদের তালিকায় মেদিনীপুরের যুবক! কে তিনি? আগামীর লক্ষ্য অবাক করবে
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement