Mamata Banerjee: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক-সহ বিভিন্ন বোর্ডের কৃতীদের সংবর্ধনা-আলাপচারিতায় মুখ্যমন্ত্রী, দিতে পারেন জরুরি বার্তা
- Published by:Raima Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: এদিন স্কুল পাঠ্যক্রম নিয়েও বিশেষ কোনও বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: প্রত্যেক বারের মতো এবারও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি,আইসিএসই ও মাদ্রাসার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ চত্বরে দুপুর ১টা থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা। মূলত মাধ্যমিকের প্রথম ১০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রথম ১০ স্থানে থাকা পড়ুয়ারাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মাদ্রাসার পড়ুয়াদের উপস্থিত থাকার পাশাপাশি গোটা রাজ্যে আইসিএসই ও সিবিএসসির স্থানাধিকারী পড়ুয়ারাও এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রত্যেক বারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে আলাপচারিতা করবেন। পাশাপাশি আগামী দিনে তাঁদের জীবনে কী লক্ষ্য সে সম্পর্কে জানার পাশাপাশি রাজ্য সরকারের তরফে কী কী করা হচ্ছে সে সম্পর্কেও ছাত্র-ছাত্রীদের কাছে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: বাবার সাইকেল সারাইয়ের দোকান, অভাবী হয়েও উচ্চ মাধ্যমিকে নিজেকে মেধাবী প্রমাণ দেবিকার!
সংবর্ধনা অনুষ্ঠানে বই, ল্যাপটপ দেওয়ার পাশাপাশি বেশ কিছু উপহার সামগ্রী আজ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস পরিবর্তন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। সিলেবাস পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়েছে স্কুল শিক্ষা দফতরের অন্দরে। শুধু তাই নয়, এদিনের সংবর্ধনা অনুষ্ঠান থেকে জাতীয় শিক্ষানীতি নিয়েও ফের সরব হতে পারেন মুখ্যমন্ত্রী বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মুদি দোকানে বাবার সঙ্গে কাজ করতে করতেই পড়া, উচ্চ মাধ্যমিকে সপ্তম সন্দীপ
বুধবারই গরমের ছুটি বাড়িয়ে ১৫ জুন থেকে ফের স্কুল খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তিন বছর নয়, চার বছরেরই স্নাতক স্তরের কোর্স রাজ্যে কার্যকর হচ্ছে বলেও গতকাল উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার জানিয়েছেন তাঁরা জাতীয় শিক্ষানীতি গ্রহণ করছেন না। তবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও প্রতিযোগিতার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও গতকাল দাবি করেছেন ব্রাত্য বসু।
advertisement
মনে করা হচ্ছে জাতীয় শিক্ষানীতি নিয়ে এদিনের অনুষ্ঠানে বেশ কিছু বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরে স্কুল স্তরে সিলেবাসের পরিবর্তন হয়নি। সে ক্ষেত্রে এদিনের অনুষ্ঠান থেকে সিলেবাস পরিবর্তনের সবুজ সংকেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই মনে করছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশ।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 10:09 AM IST