শিক্ষক দিবসের মঞ্চ থেকেই আজ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর? জল্পনা তুঙ্গে

Last Updated:

১০ জন শিক্ষক - অধ্যাপককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষারত্ন তুলে দেবেন। বাকিদের বিভিন্ন জেলা থেকে জেলাশাসকরা তুলে দেবেন শিক্ষারত্ন সম্মান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: তাৎপর্যপূর্ণ ভাবে এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানেও থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা থেকে জল্পনা শুরু হয়েছে শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে কি রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে নয়া কোনও ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী?
এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্টের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম দশে থাকা ৃকৃতি পড়ুয়াদের, সিবিএসইস আইসিএসই এবং আইএসসি-র দশম ও দ্বাদশের প্রথম পাঁচে থাকা পড়ুয়াদের, এবং জয়েন্টেও  ইঞ্জিনিয়ারিংয়ের কৃতি পড়ুয়াদের, পাশাপাশি এসসি ও এসটি পড়ুয়াদের মধ্যে থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রথম একশোয় থাকা পড়ুয়াদের আজ সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
পাশাপাশি এদিন রাজ্যের মোট ৬১ জন শিক্ষক - অধ্যাপিকাকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে দশ জন শিক্ষক - অধ্যাপিকাকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বাকি ৫১ জন শিক্ষক অধ্যপিকাকে বিভিন্ন জেলা থেকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা।
advertisement
স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, কৃতি পড়ুয়াদের সংবর্ধনা হিসেবে ল্যাপটপ, ঘড়ি, মানপত্র এবং ১২টি বই দেওয়া হবে। যার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইও থাকছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটটি বই থাকবে পড়ুয়াদের উপহারের মধ্যে।
গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক - উচ্চমাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দিয়ে আসছেন। গত দু'বছর করোনা পরিস্থিতি থাকার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠান করতে হয়েছিল। কিন্তু এবছর বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা কলকাতায় আসবেন। সেই মোতাবেক প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে। পাশাপাশি মনে করা হচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠানে নিয়োগ নিয়ে কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
advertisement
এসএসসি, প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যাবেন যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিয়োগের পাশাপাশি রাজ্য স্কুল শিক্ষা সংক্রান্ত কিছু নতুন বিষয় নিয়েও ঘোষণা করা হতে পারে শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়া অ্যাকাডেমিক বিল্ডিংয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
শিক্ষক দিবসের মঞ্চ থেকেই আজ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর? জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement