Mamata Banerjee: বড় খবর! মাধ্যমিকে আমূল বদলে যাবে সিলেবাস? সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee | Madhyamik Syllabus: আগামী দিনে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে রাজ্যে বোর্ডের পড়ুয়ারাও যাতে ভালো ফল করতে পারে সেজন্য়ও এই উদ্য়োগ।
কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস কি বদলে যাবে? বেশ কিছুদিন ধরেই রাজ্যের শিক্ষা দফতরের ইচ্ছে, মূলত ও সিবিএসই বোর্ডের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের বোর্ডের সিলেবাসকে তৈরি করতে। আগামী দিনে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে রাজ্যে বোর্ডের পড়ুয়ারাও যাতে ভালো ফল করতে পারে সেজন্য়ও এই উদ্য়োগ।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে এ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু দিন আগে রাজ্যের মাধ্যমিকের পরীক্ষার্থীদের সংখ্য়া কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। প্রশ্ন উঠেছিল তবে কি দিল্লি বোর্ডের সিলেবাসের আকর্ষণেই মধ্য শিক্ষা পর্ষদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পড়ুয়াদের একাংশ?
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক-সহ বিভিন্ন বোর্ডের কৃতীদের সংবর্ধনা-আলাপচারিতায় মুখ্যমন্ত্রী, দিতে পারেন জরুরি বার্তা
সেই পরিস্থিতিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায়কে বিচারপতি বার্তা দিয়েছিলেন, অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের বোর্ডের সিলেবাসও সংস্কার করুক রাজ্য় সরকার। সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন এই রাজ্যের সিলেবাস বেশ পুরানো। সেকারণেই কি মধ্য় শিক্ষা পর্ষদের স্কুল ছেড়ে দিল্লি বোর্ডের স্কুলে ভর্তি হয়ে যাচ্ছেন পড়ুয়াদের অনেকেই?
advertisement
আরও পড়ুন: মুদি দোকানে বাবার সঙ্গে কাজ করতে করতেই পড়া, উচ্চ মাধ্যমিকে সপ্তম সন্দীপ
view commentsওয়াকিবহাল মহলের মতে, শেষ পর্যন্ত যদি সিলেবাসে বদল হয় তবে স্বস্তি পাবেন পড়ুয়ারা, স্বস্তি পাবেন অভিভাবকরা। বৃহস্পতিবার এ বছরের কৃতী পড়ুয়াদের সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই অনুষ্ঠানেই সিলেবাস বদল নিয়ে বড় ঘোষণা ও পড়ুয়াদের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। সঙ্গে এই সমস্ত মেধাবী পড়ুয়ারা ভবিষ্যতে পড়াশোনা নিয়ে কী ভাবছেন তা-ও জানতে চাইবেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 12:18 PM IST