Mamata Banerjee: টাকার অভাবে আর বন্ধ হবে না পড়াশোনা, বিরাট সিদ্ধান্ত মমতার! 'লেটার বক্স' নিয়ে ব্রাত্যকে নির্দেশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee | Bratya Basu: এই লেটার বক্সের মাধ্যমে রাজ্যের অভাবী পড়ুয়াদের কথা জানতে পারবে সরকার। পড়াশোনায় যাতে কোনও বিঘ্ন না ঘটে তার সুরাহা করতেই এই লেটার বক্স তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা: বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এ বছরে রাজ্যের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানেই ‘লেটার বক্স’ করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এই লেটার বক্সের মাধ্যমে রাজ্যের অভাবী পড়ুয়াদের কথা জানতে পারবে সরকার। পড়াশোনায় যাতে কোনও বিঘ্ন না ঘটে তার সুরাহা করতেই এই লেটার বক্স তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ব্রাত্যকে বলব শিক্ষা দফতরে একটা লেটার বক্স করো, যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, ওই বক্সটায় গিয়ে ওদের আবেদন পত্র জমা দেবে। তোমরা দেখিয়ে ব্যবস্থা নেবে।’ দরিদ্র ছাত্রছাত্রীরা ভবিষ্যতের পড়াশোনা চালাতে না পারলে শিক্ষা দফতরে আবেদন করবে। সেই মতো শিক্ষা দফতরের তরফে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক-সহ বিভিন্ন বোর্ডের কৃতীদের সংবর্ধনা-আলাপচারিতায় মুখ্যমন্ত্রী
প্রত্যেক বারের মতো এবারও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি,আইসিএসই ও মাদ্রাসার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ চত্বরে দুপুর ১টা থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। মূলত মাধ্যমিকের প্রথম ১০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রথম ১০ স্থানে থাকা পড়ুয়ারাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: বড় খবর! মাধ্যমিকে আমূল বদলে যাবে সিলেবাস? সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী
মাদ্রাসার পড়ুয়াদের উপস্থিত থাকার পাশাপাশি গোটা রাজ্যে আইসিএসই ও সিবিএসসির স্থানাধিকারী পড়ুয়ারাও এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। প্রত্যেক বারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে আলাপচারিতা করেন। আগামী দিনে তাঁদের জীবনের কী লক্ষ্য সে সম্পর্কে জানার পাশাপাশি রাজ্য সরকারের তরফে কী কী করা হচ্ছে সে সম্পর্কেও ছাত্র-ছাত্রীদের কাছে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 2:34 PM IST