Mamata Banerjee DLitt: উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অবদান...! মমতাকে সোমবার ডিলিট সম্মান দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

Last Updated:

Mamata Banerjee DLitt: সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তরফে মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হচ্ছে। এদিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের এই সম্মান গ্রহণ করবেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ফের ডিলিট পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ ফেব্রুয়ারি অর্থাৎ আগামিকাল সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তরফে মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হচ্ছে। এদিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের এই সম্মান গ্রহণ করবেন মমতা।
মুখ্যমন্ত্রীর তরফে সম্মান গ্রহণের সম্মতি মেলায় ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। মূলত সেন্ট জেভিয়ার্স কলেজকে বিশ্ববিদ্যালয় করে তোলার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মাফিক সেন্ট জেভিয়ার্স আলাদা করে বিশ্ববিদ্যালয় তৈরি করে নিউ টাউনে। আগামিকাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
advertisement
advertisement
ইতিমধ্যেই এই সম্মান জানানোর কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে "পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট সম্মানে ভূষিত করা হবে।"এই সমাবর্তন অনুষ্ঠানে মোট ৭৭০ জন ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। মঞ্চে উপস্থিত থাকার পাশাপাশি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠান নিয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
advertisement
প্রসঙ্গত ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট সম্মানে ভূষিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে ডিলিট সম্মান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সেই সম্মান নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। জানা গিয়েছে সেন্ট জেভিয়ার্সে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবনির্বিত প্রশাসনিক ব্লকটির উদ্বোধন করবেন। এই বিল্ডিং এই উপাচার্য, রেজিস্ট্রার এবং কন্ট্রোলারের অফিস হতে চলেছে।
advertisement
এর আগেও সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও সেন্ট জেভিয়াস কলেজের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছিল। তবে এই প্রথম কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে ডিলিট সম্মান দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে নিউটনের নারকেল বাগানেও একটি আন্ডার পাস করা হয়েছে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে যাওয়ার পথে এই আন্ডারপাসটিও পরিদর্শন করতে পারেন আগামিকাল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Mamata Banerjee DLitt: উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অবদান...! মমতাকে সোমবার ডিলিট সম্মান দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement