Madhyamik Result 2024 Date and Time: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, ক’টা থেকে কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল? রইল যাবতীয় তথ্য

Last Updated:

West Bengal Madhyamik Exam 2024 Result Date and Time Out : এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা ১০ ফেব্রুয়ারি মিটে গিয়েছিল। আর ঐচ্ছিক বিষয়ের (অপশনাল ইলেকটিভ সাবজেক্ট) পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত চলেছিল। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ।

কলকাতা: অবশেষে সামনে এল মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ৷ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, আগামী ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট৷ জানা গিয়েছে, ওইদিন সকাল ৯টায় প্রকাশিত হবে ফল৷ সকাল ৯.৪৫ থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে৷ জানিয়েছে বোর্ড৷ প্রতিবারের মতো এবারও প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের তরফে।
advertisement
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের সামান্য বেশি। গত সোমবারই অবশ্য ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷
advertisement
মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, পরীক্ষার ৯০ দিনের মাথাতেই প্রকাশ করতে হয় মাধ্যমিকের ফলাফল৷ ১২ মে ৯০ দিনের সেই সময়সীমা শেষ হচ্ছিল। মাধ্যমিকের ফলাফল যে তার আগেই বের করা হবে, তা মনে করছিলেন অনেকেই৷
আরও পড়ুন:‘যারা ধর্মের নামে রাজনীতি করছে…,’ পিংলার সভা থেকে সরব দেবও! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শোনালেন আশার কথা
এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা ১০ ফেব্রুয়ারি মিটে গিয়েছিল। আর ঐচ্ছিক বিষয়ের (অপশনাল ইলেকটিভ সাবজেক্ট) পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ, পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত চলেছিল। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ।
advertisement
পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। এছাড়া, রেজাল্ট প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে রেজাল্ট পাবে ছাত্রছাত্রীরা৷
আরও পড়ুন: ‘বন্যার সময় ও মানুষকে রান্নাবান্না করে খাওয়ায়,’ প্রচারসভায় দাঁড়িয়ে মমতার মুখে দেবের ভূয়সী প্রশংসা
এছাড়াও, নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে এক ক্লিকেই নিজেদের রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন এ বছরের ৮.৭৬ লক্ষ পরীক্ষার্থী। ফলাফল প্রকাশের দিন ঘোষণার পরই ধাপে ধাপে সেই প্রক্রিয়া জানানো হবে। লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2024 Date and Time: ২ মে মাধ্যমিকের রেজাল্ট, ক’টা থেকে কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল? রইল যাবতীয় তথ্য
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement