Madhyamik Result 2025: এটাই মাধ্যমিকে দ্বিতীয় হওয়ার মূলমন্ত্র, ৬৯৪ পেয়ে স্পেশ্যাল টিপস দিল বিষ্ণুপুরের সৌম্য

Last Updated:

Madhyamik Result 2025: মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। বিষ্ণুপুরের এই ছেলের মূল মন্ত্র ছিল ধারণাগত বিদ্যা। পুঁথিগত বিদ্যা এবং ধারণাগত বিদ্যার মধ্যে সৌম্য ধারণাটাকেই বেশি প্রাধান্য দিয়েছে।

+
সৌম্য

সৌম্য পাল

বাঁকুড়া: মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল, তার প্রাপ্ত নম্বর ৬৯৪। বিষ্ণুপুরের এই ছেলের মূল মন্ত্র ছিল ধারণাগত বিদ্যা। পুঁথিগত বিদ্যা এবং ধারণাগত বিদ্যার মধ্যে সৌম্য ধারণাটাকেই বেশি প্রাধান্য দিয়েছে।
সাতটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে খুঁটিয়ে পাঠ্যপুস্তক এক প্রকার গিলে খেয়েছে সে। পড়াশোনার পাশাপাশি গান করেন সৌম্য। তার এই সাফল্যে খুশি পরিবার পরিজন থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুনঃ ‘বিয়ের পর আপনি নমনীয় হয়ে গিয়েছেন?’, উত্তরে বিস্ফোরক দিলীপ ঘোষ, দিলেন বাউন্সার
এদিন বিষ্ণুপুরের বাড়িতে বসে সৌম্য জানায়, ফল ভাল হবে আশা করেছিলাম, তবে মেধা তালিকায় প্রথম তিনে থাকব এমনটা ভাবিনি। দিনে অন্তত ১০ ঘণ্টা পড়াশুনা করেই এই সাফল্য এসেছে। আগামী দিনে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করতে চায় বাঁকুড়ার কৃতি। সে বলে এই সাফল্যের পিছনে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের ভূমিকাও যথেষ্ট।
advertisement
advertisement
প্রতিবছর জেলা বাঁকুড়ার কাছে সাধারণ মানুষের এক বিরাট প্রত্যাশা থাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের জন্য। মধ্যশিক্ষা পর্ষদের ফলপ্রকাশের সময় প্রত্যেকের চোখ ছিল ওই দিকে। সেই মুহূর্তে নিজের নাম শুনে বিশ্বাস করতে পারেনি সৌম্য। ২০২৫ মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম এবং রাজ্যে দ্বিতীয় হয়ে তাক লাগিয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2025: এটাই মাধ্যমিকে দ্বিতীয় হওয়ার মূলমন্ত্র, ৬৯৪ পেয়ে স্পেশ্যাল টিপস দিল বিষ্ণুপুরের সৌম্য
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement