Dilip Ghosh: 'বিয়ের পর আপনি নমনীয় হয়ে গিয়েছেন?', উত্তরে বিস্ফোরক দিলীপ ঘোষ, দিলেন বাউন্সার

Last Updated:

Dilip Ghosh: বিয়ের পর আপনি নমনীয় হয়ে গেছেন? ইকোপার্কে শুক্রবার সকালে মর্নিং ওয়াকের সময় এমনই প্রশ্নের মুখোমুখি হলেন সদ্য বিবাহিত বিজেপির 'দাবাং' নেতা দিলীপ ঘোষ।

+
দিলীপ

দিলীপ ঘোষের বিয়ে। সংগৃহীত ছবি।

দিঘাঃ বিয়ের পর আপনি নমনীয় হয়ে গেছেন? ইকোপার্কে শুক্রবার সকালে মর্নিং ওয়াকের সময় এমনই প্রশ্নের মুখোমুখি হলেন সদ্য বিবাহিত বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ। ১৮ এপ্রিল পার্টির কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পরে দু’জনে প্রথমে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে পুজো দিতে, তারপর দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন বিকেলে উপস্থিত হন সস্ত্রীক। এদিনের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘অনেক ধারণাই ভুল মানুষের। এটাও ভুল প্রমাণিত হবে।’
এদিন দিলীপ ঘোষকে মমতা ঘনিষ্ঠতা, রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “যারা এইসব বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ওরকমই। এদের অনেকে আমার পিছনে ঘুরঘুর করত। ১-২ লক্ষ টাকার জন্য ঘুরত। কেউ আমার বিশেষজ্ঞ হয়ে গেছিল। কেউ আমার উপদেষ্টা হয়ে গেছিল। আবার জামা পাল্টে এখন আমাকে উপদেশ দিচ্ছেন, এরা সব অন্ন দাস। আর দিলীপ ঘোষ বুক ফুলিয়ে ঘুরবে।”
advertisement
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত, দ্বিতীয়-তৃতীয় স্থানে কারা? কী হতে চায় ৪ পড়ুয়া? জানুন
তিনি আরও বলেন, “কারণ দিলীপ ঘোষ কারও সঙ্গে অ্যাডজাস্ট করে চলে না। যারা এখন টিভিতে কথা শুনছেন, তাদের সবাইকে চ্যালেঞ্জ করছি, পারলে প্রমান দিন দিলীপ ঘোষ কখনও কোনওদিন কোনও তৃণমূল নেতাকে ফোন করেছে। তারা দরকার হলে দিলীপ ঘোষকে ফোন করেছে। কেউ বলতে পারবে না আমি কোনও অ্যাপসের মাধ্যমে গোপনে ফোন করেছি বা রাতে কালীঘাটের বাড়ি গিয়েছি। দিলীপ ঘোষ লড়াই করেছিল। লড়াই করবে। দিলীপ ঘোষ বিজেপিটা বোঝে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'বিয়ের পর আপনি নমনীয় হয়ে গিয়েছেন?', উত্তরে বিস্ফোরক দিলীপ ঘোষ, দিলেন বাউন্সার
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement