Madhyamik Result 2024: চোখে না দেখেও মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Madhyamik Result 2024: বীরভূমের বাবুল মাহার ৬২৫ নম্বর ও পাঁচড়া গ্রামের আব্দুল মিয়ান ৫৯৯ নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙার মুসতাসিন ওয়াশি ৬১৩ নম্বর পেয়েছে
বীরভূম: প্রতিবন্ধী একটা শব্দ মাত্র। মনে জোর থাকলে সব অসম্ভবই যে সম্ভব হতে পারে তা প্রমাণ করল তিন ছাত্র। দৃষ্টিহীন এই তিন ছাত্র এবার মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে দুই ছাত্র আবার তাদের পরিবারের প্রথম প্রজন্ম যারা মাধ্যমিক পাস করল।
বীরভূমের বাবুল মাহার ৬২৫ নম্বর ও পাঁচড়া গ্রামের আব্দুল মিয়ান ৫৯৯ নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙার মুসতাসিন ওয়াশি ৬১৩ নম্বর পেয়েছে। তিনজনই সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র।
advertisement
এই তিন দৃষ্টিহী পড়ুয়ার ইচ্ছে ছিল, মাধ্যমিকে ভাল ফল করে তারা শিক্ষকতার পথে এগিয়ে যাবে। কিন্তু এই সাফল্যের পর আর শিক্ষকতার কথা ভাবছে না। বিশেষ করে এই তিন দৃষ্টিহীন ছাত্রের পরিবার রাজ্যের স্কুল শিক্ষকদের বর্তমান পরিণতি দেখে কিছুটা শঙ্কিত। তাঁরা চাইছেন ছেলেরা অন্য পথে এগোক।
advertisement
সিউড়ির শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেসের প্রধান শিক্ষক সন্দীপ দাস জানান, এরা তিনজনই আবাসিক ছাত্র হিসাবে স্কুলে থেকে নানা প্রতিবন্ধকতার মধ্যে ভাল ফল করেছে। আপাতত তাদের কলা বিভাগে কলকাতায় ভর্তি করে দেওয়া হবে। তাদের পাশে স্কুল ও সরকার সবসময় আছে।
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 11:02 PM IST