Madrasa Result 2024: বসিরহাটের একই মাদ্রাসা থেকে ফাজিলের মেধাতালিকায় প্রথম দুই
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Madrasa Result 2024: উচ্চ মাধ্যমিক সমতুল ফাজিলে রাজ্যে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দুজনই বসিরহাটের আমিনিয়া সিনিয়র মাদ্রাসার পড়ুয়া
উত্তর ২৪ পরগনা: মাদ্রাসা বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা ফাজিলে রাজ্যে সেরা দুই-এ বসিরহাটের স্কুলের জয়জয়াকার। শুক্রবার মাধ্যমিক ফলাফল প্রকাশের পর শনিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিক সমতুল (আলিম), উচ্চ মাধ্যমিক সমতুল (ফাজিল) ও হাই মাদ্রাসার ফল প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের ফলাফলে নজর কাড়ল বসিরহাটের স্কুল।
উচ্চ মাধ্যমিক সমতুল ফাজিলে রাজ্যে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী বসিরহাটের আমিনিয়া সিনিয়র মাদ্রাসার পড়ুয়া। বসিরহাটের আমিনিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র সহিদুল সাঁপুই ৫৫৮ নম্বর (৯৩.২ শতাংশ) পেয়ে রাজ্যে সেরা হয়েছে। অপরদিকে একই মাদ্রাসা থেকে মোস্তাফিজুর রহমান ৫৫৭ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে। উচ্চমাধ্যমিক সমতুল ফাজিল-এ রাজ্যে প্রথম ও দ্বিতীয় সেরা একই বিদ্যালয় থেকে উঠে আসায় স্বাভাবিকভাবে উৎসবের মেজাজ বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসায়।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম মোল্লা জানান, স্কুল থেকে একই সঙ্গে দু’জন ছাত্র রাজ্যে সেরা হওয়ায় আমরা খুশি। স্কুল থেকে ১০০ শতাংশ ছাত্রছাত্রী ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 10:49 PM IST










