Madhyamik Result 2024: এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Last Updated:

Madhyamik Result 2024: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার ফলাফল সাধারণ ভাবে ৯০ দিনের মধ্যেই বেরোবে৷ পাশাপাশি আগামী বছর মাধ্যমিকের দিনক্ষণও প্রকাশ্যে এসেছে৷

এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে?
এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে?
সদ্যই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ জীবনে প্রথম বড় ধাপ এই পরীক্ষা৷ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল চলতি বছরের মাধ‍্যমিক পরীক্ষা, যা শেষ হল ১২ ফেব্রুয়ারি । এই বছরের মাধ‍্যমিক নিয়েও একাধিক তথ‍্য জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। তিনি জানাান, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেড়েছে৷ তবে গতবারের থেকে ১০০টি পরীক্ষা কেন্দ্র কম ছিল এবছর৷
তবে চলতি বছর মাধ্যমিক পরীক্ষা তো শেষ, এবার কবে ফলাফল বেরাবে, তার আশায় দিন গুনছেন পরীক্ষার্থীরা৷ এই বিষয়েও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার ফলাফল সাধারণ ভাবে ৯০ দিনের মধ্যেই বেরোবে৷ পাশাপাশি আগামী বছর মাধ্যমিকের দিনক্ষণও প্রকাশ্যে এসেছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর তাঁর নির্দেশে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি শুরু হবে এবং ২৪ ফেব্রুয়ারি শেষ হবে মাধ্যমিক পরীক্ষা৷
advertisement
advertisement
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু দুর্নীতি প্রকাশ্যে এসেছে৷ যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়তে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে৷ মোট ৩৬ জনের পরীক্ষাও বাতিল করা হয়েছে৷ প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে ফাঁস করার অভিযোগ উঠেছে বিভিন্ন স্কুলে৷ যে স্কুলগুলোতে কমপক্ষে ৩টি সিসিটিভি, চারদিকে পাঁচিল রয়েছে,এমন পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল৷ তারপরও প্রশ্নপত্রের ছবি ফাঁস হয়েছে৷ ৩৬ জনের বাতিল হওয়ার মধ্যে ২৩ জন মালদা জেলার৷ ইতিমধ্যেই ৩৭ টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ শুধুমাত্র টাকার জন্যই নয়,তার সঙ্গে সরকারকে বদনাম করার জন্য এই প্রশ্ন ফাঁস করা হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Result 2024: এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement