EXCLUSIVE: মাধ্যমিকের ফল প্রকাশ মে মাসের তৃতীয় সপ্তাহেই, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ষদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কোন তারিখে ফলপ্রকাশ করা হবে, তার প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে পর্ষদের পক্ষ থেকে বলেই জানা গিয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মে মাসের তৃতীয় সপ্তাহেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। অন্তত তেমনটাই খবর মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলেই পর্ষদ সূত্রে খবর। মূলত যে সমস্ত উত্তরপত্র নিয়ে সংশয় রয়েছে তারই শেষ পর্যায়ে মূল্যায়নের কাজ চলছে বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে তৃতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করেছে পর্ষদ বলেই জানা গিয়েছে।
তবে কোন তারিখে ফল প্রকাশ করা হবে তা এখনও ঠিক না হলেও সূত্রের খবর তারিখ চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। প্রসঙ্গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ মে মাসের চতুর্থ সপ্তাহেই করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন। সেই মর্মে ইতিমধ্যেই প্রস্তুতিও নিতে শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৮০ শতাংশের বেশি নম্বরও জমা পড়ে গিয়েছে, উত্তরপত্র মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে বলেও জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই যাতে মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যায়, তা নিয়ে এবার তড়িঘড়ি পদক্ষেপ করতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবার বিশেষভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। গত ৪ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা। এবারে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষত যেখান থেকে পরীক্ষার্থীরা ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং যে ঘরে প্রশ্নপত্র রাখা থাকবে এই তিনটি ঘরে সিসিটিভি বসাতেই হবে। ইতিমধ্যেই বেশিরভাগ পরীক্ষা কেন্দ্রেই এই নির্দেশ কার্যকর হয়েছে বলেই পর্ষদ দাবিও করেছে।
advertisement
অন্যদিকে অ্যাপের মাধ্যমেও এবার বিশেষভাবে নজরদারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কখন দেওয়া হচ্ছে, পরীক্ষাকেন্দ্রে কোনও বিশৃঙ্খলা হচ্ছে কী না, পরীক্ষাকেন্দ্রগুলি থেকে কোনও অভিযোগ আসছে কী না, এই যাবতীয় বিষয় অ্যাপের মাধ্যমে সরাসরি জানানোর ব্যবস্থা ছিল পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে। তার জন্য প্রত্যেকটি জেলাতেই বিশেষভাবে নজর দেওয়ার জন্য কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকও রাখা হয়েছিল।
advertisement
গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এ বছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে যেতে পারলেও প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না। এই মর্মে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা ঘটনা ঘটলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের রেজাল্ট স্থগিত করে রেখে দেওয়া হবে বলেও পর্ষদের পক্ষ থেকে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছিল স্কুলগুলিকে। উপ নির্বাচনের জন্য ২৭ ফেব্রুয়ারির পরীক্ষা ১ মার্চ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 5:45 PM IST