West Bengal Weather Update: রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ! আগামী কয়েকদিন আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Rain Alert in West Bengal: হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৷
advertisement
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে। দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে তাপমাত্রা। আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী দু-দিন দার্জিলিং এবং কালিম্পং-য়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
শুক্র-শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্রবার, শনিবার এবং রবিবার এই তিন দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল, শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে অন্তত দুই-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে তারপর আরও দু-তিন দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা খুব অসহনীয় হবে না। আগামী এক সপ্তাহে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement