Madhyamik Exam Results 2023: মনের জোরে কাত ক্যান্সারও, মাধ্যমিকে চমকে দিয়ে জয় সঞ্জীবের
- Published by:Suman Biswas
- local18
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Madhyamik Exam Results 2023: হলদিয়ার মনোহরপুর হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সঞ্জীব। তার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ তাঁর গোটা পরিবার।
হলদিয়া: মারনব্যাধি ক্যান্সারে আক্রান্ত লড়াকু সঞ্জীব আগেই তাঁর একটি পা হারিয়েছে। জীবনযুদ্ধের কঠিন লড়াই সামলে মাধ্যমিকে তবু সে সফল। আরও লড়াই, আরও সাফল্যের লক্ষ্যে অবিচল হলদিয়ার ছাত্র সঞ্জীব সিংহ। মারনব্যাধিতে আক্রান্ত হয়ে আগেই তার বাঁ পা বাদ গিয়েছে। সেই ক্ষত এখনো ঠিকমতো সেরে ওঠেনি। তার মাঝেই জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় বসে সাফল্য পেলো ক্যান্সারে আক্রান্ত পড়ুয়া সঞ্জীব সিংহ।
হলদিয়ার মনোহরপুর হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সঞ্জীব। তার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ তাঁর গোটা পরিবার। খুশি পাড়া প্রতিবেশী সকলেই। মাধ্যমিকের ফলাফলে সে মোট ৩১৫ পেয়েছে। ৪৫ শতাংশ নম্বর পেয়ে এবার সসম্মানেই সে পাশ করেছে। আগামিদিনে উচ্চমাধ্যমিক পরীক্ষা, তারপর উচ্চ শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হতে চায় লড়াকু সঞ্জীব।
advertisement
advertisement
২০১৯ সালে বাড়ির কাজের সময় বাম পায়ের উরুর পেশিতে লোহার শাবলের আঘাত লেগে ফুলে গিয়েছিল। পরবর্তী সময়ে সেই অংশেই ক্যান্সার ধরা পড়লে পা কেটে বাদ দিতে হয় সঞ্জীবের। তারপর থেকে শুধু লড়াই আর লড়াই। জীবন যুদ্ধের লড়াই সামলে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল সঞ্জীব। পরীক্ষার সাফল্যে খুশি সঞ্জীব।
advertisement
চিকিৎসা খরচ সামলাতে গিয়ে বর্তমানে ঋণের চাপে দিশেহারা তার পরিবার। সঞ্জীবের বাবা রাজমিস্ত্রির কাজ করে সামান্য রোজকার করেন। ভবিষ্যতে ছেলের চিকিৎসা এবং পড়াশোনার খরচ যোগাড় কীভাবে হবে তা নিয়ে চিন্তায় সঞ্জীবের পরিবার। তবে, তার পড়াশোনা, তার চিকিৎসার জন্য সাহায্য তার লড়াই সে চালিয়ে যেতে পারবে বলে নিউজ ১৮ বাংলা-কে জানিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 12:34 PM IST