Dilip Ghosh: 'আমাকে যেদিন ডাকবে...', অভিষেকের চ্যালেঞ্জ শুনেই দিলীপ যা বললেন, তুমুল শোরগোল

Last Updated:

Dilip Ghosh: দেখে নেওয়া যাক, কী বিষয়ে কেমন প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।

যুযুধান
যুযুধান
কলকাতা: রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। দেখে নেওয়া যাক, কী বিষয়ে কেমন প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।
প্রশ্ন: এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তি নিয়ে বিস্ফোরক মদন মিত্র
দিলীপ ঘোষ: দেখুন ওগুলো ওদের পার্টির ভেতরের ব্যাপার সেই নিয়ে কিছু বলবো না। প্রশাসন নেই, দালালি চলছে। যে নেতা যেমন পাচ্ছে, কাজ করে নিচ্ছে। কাজ আটকালেই গন্ডগোল। কোন সিস্টেম নেই। সবাই নিজের মতো চালাচ্ছে। পার্টির উপরেও কোন কন্ট্রোল নেই। নেতারা জেল যাওয়ার থেকে বাঁচার জন্য চেষ্টায় কোর্ট কাছারি করতে যাচ্ছে। পার্টিতে ডামাডোল, তার মধ্যে সমস্যা হয়েছে পুরানোরাও বুঝতে পারছে, আমার কোণঠাসা হয়ে যাচ্ছি।
advertisement
advertisement
প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জেরা সিবিআইয়ের। তিনি বেরিয়ে এসে বলেন, তার নবজোয়ার যাত্রাকে বন্ধ করার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে।
দিলীপ ঘোষ: ঝড়েই তো বন্ধ হয়ে গেছিল নবজোয়ার যাত্রা, তখন তো কিছু বলেনি। উনি রেস্ট পেয়ে গেলেন ধন্যবাদ দিন সিবিআইকে। নবজোয়ার করুন না সারা বছর, কে মানা করেছে, কিন্তু যখন উনি বলেছেন সহযোগিতা করবেন, তাই সিবিআই ডেকেছে, সহযোগিতা করা উচিত আবার উল্টোপাল্টা বলছেন কেন।
advertisement
প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই দফতর থেকে বেরিয়ে বলেছেন, প্রসন্ন রায়ের বাড়িতে আপনার (দিলীপ ঘোষ) বাড়ির দলিল পাওয়া গিয়েছে
দিলীপ ঘোষ: আমার নাম জপ করে বাঁচতে পারবেন না। আমি তো ভগবান নই যে, আমার নাম নিলে বেঁচে যাবেন। যে যা করেছে তার জবাব দিতে হবে। কোর্টে গিয়ে দিতে হবে। দিলীপ ঘোষকে যেদিন ডাকবে, দিলীপ ঘোষ গিয়ে জবাব দেবে।
advertisement
প্রশ্ন: কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, সেই জায়গা থেকে সুদীপ্ত সেনের চিঠির পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী এবং শুভেন্দু অধিকারীকে ডাকা হচ্ছে না কেন?
দিলীপ ঘোষ: কে কাকে দিয়ে চিঠি লিখিয়েছে, কেন লেখাচ্ছে এটা পাবলিকও জানে। যাকে চিঠি লিখতে চাপ দেওয়া হয়েছিল সেই মহিলাকে তিনি বলেছেন সিআইডি এসে আমাকে ধমকাচ্ছে অমুকের নামে চিঠি লিখে দাও। অমুকের নামে কমপ্লেন করে দাও, এগুলো সব বানানো ব্যাপার। সিবিআই-ও জানে কে কোথায় আছে, খালি তথ্য জোগাড় করছে, তারপর সবার ওখানে জায়গা হবে। সেই জন্য আপনি কাউকে দিয়ে চিঠি লিখে দেবেন তাকে ডেকে নেবে সিবিআই, এত বোকা ভাবছেন কেন, মাটির তলা থেকেটাকা পয়সা বার করে দিচ্ছে বাকি সবও বের হবে।
advertisement
প্রশ্ন: কালীঘাটের কাকু, কালও দাবি করেছেন স্যারের কাছ অব্দি পৌঁছানো যাবে না
দিলীপ ঘোষ: জানিনা কে কী দাবি করছেন। অনেকে অনেক কিছু দাবি করেছিলেন, দেখতে পাচ্ছেন তাদের অবস্থা। যদি কেউ অন্যায় করে থাকে তাকে জবাব দিতেই হবে। দোষ করেনি তাহলে ঘাবড়ানোর কোন কারণ নেই।
প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে ফের নব জোয়ার যাত্রা শুরু করবেন। তাঁর দাবি আরও ১০ গুণ মানুষ হবে
advertisement
দিলীপ ঘোষ: উনি কী দাবি করছেন যায় আসে না। যাত্রা হচ্ছে না মারপিঠ হচ্ছে, এটা তো আমরা দেখলাম। কারা আছে ওদের পার্টির গুন্ডারা নিজেরা মারামারি করছে সাধারণ মানুষের কোথাও সম্পর্ক নেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'আমাকে যেদিন ডাকবে...', অভিষেকের চ্যালেঞ্জ শুনেই দিলীপ যা বললেন, তুমুল শোরগোল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement