Madhyamik 2025: বিশেষভাবে সক্ষম দুই পরিক্ষার্থীর পাশে স্কুলের জুনিয়র বোনেরা!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
বিশেষভাবে সক্ষম দুই দিদিকে সাহায্য করতে এগিয়ে এসেছে স্কুলের দুই বোন।নিজেদের ইচ্ছেতে দুই বোন এগিয়ে এসেছে রাইটারের কাজ করতে।
আলিপুরদুয়ার: বিশেষভাবে সক্ষম দুই দিদিকে সাহায্য করতে এগিয়ে এসেছে স্কুলের দুই বোন।নিজেদের ইচ্ছেতে দুই বোন এগিয়ে এসেছে রাইটারের কাজ করতে। শুধুমাত্র মনের জোর ও প্রবল ইচ্ছা শক্তির উপর ভরসা করে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ফালাকাটা সুভাষ গার্লস হাইস্কুলের দুই পরীক্ষার্থী।
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা সুভাষ গার্লস হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা সিংহ ও রশনি পারভিন। তাঁদের মাধ্যমিকের সিট পড়েছে ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ হাইস্কুলে। নবম শ্রেণির তানিয়া শীলকে রাইটার হিসাবে নিয়েছে রশনি পারভিন এবং নবম শ্রেণির পারুল মন্ডলকে রাইটার হিসাবে নিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওই দুই ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা সিংহ, বিশেষভাবে সক্ষম।পারে না ঠিক করে কথা বলতে, স্মৃতি শক্তিও ভাল নয়।বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও আত্মবিশ্বাস ও মনের জোরে পরীক্ষা দিচ্ছে সে। জানা গিয়েছে, ওই দুই পরীক্ষাথী রাইটারের জন্য আবেদন করেছিল। সেই সময় স্কুলের মাধ্যমে ওই আবেদনে সাড়া দেয় বোর্ড। অনুমতি পেয়ে তাই এবার রাইটার নিয়েই মাধ্যমিক দিচ্ছে তাঁরা। দিদিদের রাইটার হতে পেরে খুশি তানিয়া ও পারুল।
advertisement
advertisement
স্কুল সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা সুভাষ গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী তানিয়া শীলকে রাইটার হিসাবে নিয়েছে রশনি পারভিন এবং নবম শ্রেণির পারুল মন্ডলকে রাইটার হিসাবে নিয়েছে অঙ্কিতা। তাদের সাহায্যেই রোজ ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ হাইস্কুলে মাধ্যমিক দিচ্ছে তারা।মাধ্যমিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা অর্জন করছে ওই দুই রাইটার। ছোট বোনেরা দিদিদের এভাবে সাহায্য করছে দেখে খুশি হাই স্কুলের শিক্ষকরা।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 5:30 PM IST