Madhyamik Exam 2025 Date: ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা শুরু কবে? শেষ হচ্ছে কোন দিন? তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Madhyamik Routine 2025 : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন পরের বছর কবে থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা
কলকাতা: ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। ১২ ই ফেব্রুয়ারি শেষ হল। জীবনের প্রথম বড় পরীক্ষা সম্পূর্ণ দশম শ্রেণির পড়ুয়াদের। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল পরের বছর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন পরের বছর অর্থাত্ ২০২৫ সালে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পরের যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক দেবেন তাঁদের জন্য বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত বলে জানালেন ব্রাত্য বসু।
advertisement
advertisement
আরও পড়ুন: ভুয়ো বি.এড কলেজ! গাদা-গাদা টাকা নিয়ে ছাত্রদের সঙ্গে প্রতারণা, কড়া নির্দেশ প্রধান বিচারপতির
পাশাপাশি এই বছরের মাধ্যমিক নিয়েও একাধিক তথ্য জানালেন শিক্ষামন্ত্রী। এদিন ব্রাত্য বসু বলেন, গত বছরের চেয়ে এই বছর ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে ৩৩ শতাংশ। গত বারের থেকে এইবছর ১০০ টি পরীক্ষাকেন্দ্র কম।
advertisement
এই বছর মাধ্যমিকের প্রশ্নপত্রের ছবি তা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মত অসাধু করেছেন বেশকিছু ব্যক্তি। শিক্ষামন্ত্রী জানালেন, ‘‘এটা পরীক্ষার্থীদের কাজ নয় ,এটা বাইরের কিছু মানুষের কাজ’’। মাধ্যমিকের প্রশ্নপত্রে এই বছর কিউআর কোড ব্যবহার করা হয়েছিল। যে কোনও অসাধু উদ্দেশ্য রুখতে। তা কাজেও এসেছে। অসাধু চক্রীদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2024 7:24 PM IST








