Fake B.Ed College: ভুয়ো বি.এড কলেজ! গাদা-গাদা টাকা নিয়ে ছাত্রদের সঙ্গে প্রতারণা, কড়া নির্দেশ প্রধান বিচারপতির
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
ঠিকানা শূন্য প্রতিষ্ঠানের বিল্ডিং। অন্যত্র খোলা মাঠে বা বাড়ি ভাড়া করে চলছে ভুয়ো বিএড কলেজ
কলকাতা: ঠিকানা শূন্য প্রতিষ্ঠানের বিল্ডিং। অন্যত্র খোলা মাঠে বা বাড়ি ভাড়া করে চলছে ভুয়ো বিএড কলেজ! দেখানো ঠিকানায় নেই প্রতিষ্ঠান, যে ঠিকানা আসল বলা। অথচ ভাড়া নিয়ে অন্যত্র চলছে বিএড কলেজ।
পাঁচটি এমন বিএড কলেজের সন্ধান পাওয়া গিয়েছে যাদের নিজস্ব জমি এবং বিল্ডিং পর্যন্ত নেই। এবার বি-এড কলেজের নামে প্রতারণা রুখতে কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।
advertisement
মানুষকে এই প্রতারণার হাত থেকে রক্ষা করতে হবে, পর্যবেক্ষণ প্রধান বিচারপতি’র। কোনও প্রতিষ্ঠান নেই ৪০ ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে এমনও মামলাও সামনে এসেছে। ‘অনেক টাকা নেওয়া হচ্ছে’- মন্তব্য প্রধান বিচারপতির।
advertisement
বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে এবং অনুমোদন নেই সমস্ত বিএড কলেজের নামের তালিকা তৈরি করে সংবাদপত্রে প্রকাশ করে মানুষকে জানাতে হবে, নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের।
এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এমন নির্দেশ হাইকোর্টের। অভিযোগ, এনসিটিই অনুমোদিত বিএড কলেজে চলছে নিয়ম না মেনেই। অনুমতি দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুসন্ধান করা উচিত নয় কি? – প্রশ্ন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। অন্যদিকে, এ বছর অনেক কলেজকে অনুমতি দেওয়া হয়নি- সওয়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 9:37 PM IST

