Madhyamik Exam 2024: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার গাড়িতে হামলা! মারধর, ছিনতাই, শেষমেশ যা হল...
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়িতে হামলা। পুলিশকে মারধর, মোবাইল ছিনতাই।
উত্তর ২৪ পরগণা: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়িতে হামলা। পুলিশকে মারধর, মোবাইল ছিনতাই। এমনকী পুলিশের গাড়ির চাবি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল নিমতার মাঝেরহাটি।
বৃস্পতিবার দুপুরে রহড়া রামকৃষ্ণ মিশনের থেকে মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে একটি গাড়ি নিমতা মাঝেরহাটি অঞ্চল দিয়ে যাচ্ছিল। সেই সময় কয়েকজন বাইক আরোহীর সঙ্গে ওই গাড়িটির ধাক্কা লাগে।
আরও পড়ুন: পরীক্ষা দিতে এসেই অঘটন! বড় সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থী, ছুটতে হল হাসপাতালে, শেষমেশ যা হল…
advertisement
এরপরে বাইক আরোহীরা মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়ির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীকে মারধর করে। এমনকি গাড়ি চালককেও মারধোর করা হয়।
advertisement
এখানেই থেমে না থেকে ওই বাইক আরোহী দুষ্কৃতীরা পুলিশ কর্মীর মোবাইল এবং ওই গাড়ির চাবি নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিমতা থানার পুলিশ। পরবর্তী সময় উত্তরপত্র কোনও রকমে বার করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নিমতা থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2024 5:27 PM IST











