Madhyamik Exam 2024: পরীক্ষা দিতে এসেই অঘটন! বড় সমস‍্যায় মাধ‍্যমিক পরীক্ষার্থী, ছুটতে হল হাসপাতালে, শেষমেশ যা হল...

Last Updated:

সবাই যখন স্কুলে বসে দিল মাধ্যমিক ঠিক সেই সময় হাসপাতালের বিছানায় বসে মাধ্যমিক দিল পূর্ব বর্ধমান জেলার এই ছাত্রী।

পরীক্ষা দিতে এসেই অঘটন! বড় সমস‍্যায় মাধ‍্যমিক পরীক্ষার্থী, ছুটতে হল হাসপাতালে, শেষমেশ যা হল...
পরীক্ষা দিতে এসেই অঘটন! বড় সমস‍্যায় মাধ‍্যমিক পরীক্ষার্থী, ছুটতে হল হাসপাতালে, শেষমেশ যা হল...
পূর্ব বর্ধমান: সবাই যখন স্কুলে বসে দিল মাধ্যমিক ঠিক সেই সময় হাসপাতালেই মাধ্যমিক দিতে হল পূর্ব বর্ধমান জেলার এই মেয়েকে। রাজ্য জুড়ে চলছে মাধ্যমিকে পরীক্ষা। সেরকমই সোমবার ছিল ইতিহাস পরীক্ষা। আর সোমবার পরীক্ষা চলাকালীন পূর্ব বর্ধমান জেলায় ঘটে গেল এক অবাক করা ঘটনা। মাধ্যমিক পরীক্ষা দিতে এসে হঠাৎই অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রী।
জানা গিয়েছে, অসুস্থ হয়ে যাওয়া ওই ছাত্রীর নাম মামনি খাতুন। মামনি সুলতানপুর হাই স্কুলের ছাত্রী এবং তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বৈদ্যপূর আর কে বিদ্যাপীঠে।এদিন ইতিহাস পরীক্ষা শুরু হওয়ার মুহূর্তেই হঠাৎই তার অসহ্য পেটে যন্ত্রণা অনুভূত হয়। এবং তখন থেকে মামনি ব্যাপক অসুস্থ হয়ে পড়ে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে অ্যাডিকশনাল ভেনু সুপারভাইজার দেবাশীষ কোনার বলেন ,” আসলে সে সুলতানপুর স্কুলের ছাত্রী বৈদ্যপুরে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল। ছাত্রী বলে তার পেটে যন্ত্রণা হচ্ছে। আমাদের ওখানে যিনি মেডিকেল অফিসার ছিলেন তিনিও দেখেছিলেন । ছাত্রীটির দুবার বমিও হয়। তারপর সেই ছাত্রীকে বৈদ্যপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বৈদ্যপুর স্বাস্থ্যকেন্দ্রে কিছুক্ষণ থাকার পর ওখান থেকে কালনা মহকুমা হাসপাতালে রেফার করা হয়।”
advertisement
পরবর্তীতে মামনি খাতুনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার পেটে যন্ত্রণা কিছুটা স্বাভাবিক হয়। এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পর্ষদের পক্ষ থেকে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় ছাত্রীটির জন্য।
প্রায় সকল মাধ্যমিক পরীক্ষার্থী যখন নিজ নিজ কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছে , ঠিক সেই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল পূর্ব বর্ধমান জেলার মামনি খাতুন ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2024: পরীক্ষা দিতে এসেই অঘটন! বড় সমস‍্যায় মাধ‍্যমিক পরীক্ষার্থী, ছুটতে হল হাসপাতালে, শেষমেশ যা হল...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement