Madhyamik Exam 2026: সোমবার মাধ্যমিক, এখনও এল না অ্যাডমিট কার্ড! ভবানীপুরের নামী স্কুলের গাফিলতিতে জরিমানা হাইকোর্টের
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Madhyamik Exam 2026: লেট ফি বা জরিমানা নিয়ে এনরোলমেন্ট নথিভুক্ত করবে মাধ্যমিক বোর্ড, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ভবানীপুরের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।
কলকাতা: সোমবার মাধ্যমিক, এখনও এল না অ্যাডমিট কার্ড। ভবানীপুরের নামী স্কুলের গাফিলতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। স্কুল কতৃপক্ষকে ১০০০০ টাকা জরিমানা হাইকোর্টের।
শুক্রবার সন্ধের মধ্যে এনরোলমেন্ট চেয়ে আবেদন করতে নির্দেশ মাধ্যমিক পড়ুয়া অয়ন দাসকে। মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড প্রদানের নির্দেশ বিচারপতির।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ, আকর্ষণীয় বেতনে বাংলায় হবে ২,৯৮২ নিয়োগ, না জানলে বড় মিস
লেট ফি বা জরিমানা নিয়ে এনরোলমেন্ট নথিভুক্ত করবে মাধ্যমিক বোর্ড, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ভবানীপুরের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার মস্তিষ্কের ‘খাবার’ কোন ড্রাই ফ্রুট? কখনও খান? খালি পেটে একটা খেলেই মারণরোগ ছুঁতে পারবে না!
সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা, যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।
advertisement
অর্ণব হাজরা
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 4:54 PM IST








