Madhyamik Exam 2025: শারীরিক অবস্থা চরম সঙ্কটে! দেওয়া যাবে না মাধ্যমিক, শুনেই যা করল বাঁকুড়ার মেয়ে...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Madhyamik Exam 2025: ক্রিটিকাল কেস, শরীরে হিমোগ্লোবিন খুবই কম! পরীক্ষা দিতে পারবে না বলে দিয়েছিল ডাক্তার। তারপরই যা করল বাঁকুড়ার মেয়ে, জানলে চোখে জল আসবে।
বাঁকুড়া: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক! সেই বড় পরীক্ষাই যেন অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়াল বাঁকুড়ার এই মেয়ের জন্য। শরীরের রক্ত প্রচণ্ড কম! ডাক্তার বলেই দিয়েছিল যে পরীক্ষা দেওয়া সম্ভব নয় তার! কিন্তু পরীক্ষা না দিতে পারলে তার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই কারণে মনের জোর নিয়েই এক জোরালো সিদ্ধান্ত নেয় অসুস্থ এই পরীক্ষার্থী। অবশেষে কীভাবে পরীক্ষা দিল সে? জানলে আপনার চোখে জল আসবে।
ছাতনা ব্লকের আড়রা হাই স্কুলের ছাত্রী নিশা বাউরি জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিল হাসপাতালের বিছানায় বসে। গত শুক্রবার ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তার শরীরে কম রক্ত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করে বাড়ির লোকজন। শারীরিক অসুস্থতার কারণে একপ্রকার পরীক্ষা দেওয়া অনিশ্চিতই ছিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী নিশার। এর পরে হাসপাতালের বিছানায় বসে সে ঠিক করে যে এখানেই বসে মাধ্যমিক পরীক্ষা দেবে সে।
advertisement
advertisement
পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের এই বিষয়ে বলা হয়। এরপরেই হাসপাতালে বসে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালের এই ব্যবস্থাপনায় খুশি নিশা ও তার পরিবারের লোকজন। তবে পরীক্ষার্থী যথেষ্ট অসুস্থ থাকা সত্বেও তার এমন সাহসী সিদ্ধান্ত সাধুবাদ কুড়িয়েছে সাধারণ মানুষের।
advertisement
মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি জীবনের পরীক্ষাতেও সফল হল নিশা। শারীরিক ভাবে প্রতিকূলতা থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পিছু পা হয়নি সে। অবশ্যই তার ফলাফলের দিকে নজর থাকবে সকলের, কিন্তু ফলাফল বেরোনোর আগে প্রথম পরীক্ষার দিনেই সকলের মন জয় করে ফেলেছে বাঁকুড়ার ছাতনার এই মেয়ে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 2:09 PM IST
