Saif Ali Khan: ছুরির কোপে ঝাঁঝরা শরীর...! ফের হাসপাতালে ছুটলেন সইফ আলি খান, সব ঠিকাছে তো?

Last Updated:
Saif Ali Khan: রবিবার ফের লীলাবতী হাসপাতালে দেখা গেল সইফ আলি খানকে৷ ডেনিম প্যান্ট, সাদা টিশার্ট, চোখে রোদ চশমায় কড়া নিরাপত্তার মধ্যেই হাসপাতালে ঢুকলেন সইফ আলি খান। অভিনেতাকে দেখা মাত্রই শুরু হয়েছে ফের জল্পনা৷
1/6
বছরের শুরুতে জানুয়ারী মাসে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েছিলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। তারপর থেকেই অভিনেতাকে নিয়ে জোরালো জল্পনা চলছে৷
বছরের শুরুতে জানুয়ারী মাসে নিজের বাড়িতেই বড়সড় হামলার মুখে পড়েছিলেন বলিউডের স্বনামধন্য অভিনেতা সইফ আলি খান। ডাকাতির চেষ্টা করা হয় অভিনেতার বাড়িতে। তারপর থেকেই অভিনেতাকে নিয়ে জোরালো জল্পনা চলছে৷
advertisement
2/6
বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ মারা হয় অভিনেতাকে।  আর সেখানেই গুরুতর আহত হন সইফ আলি খান। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তাঁকে  লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়।
বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ মারা হয় অভিনেতাকে। আর সেখানেই গুরুতর আহত হন সইফ আলি খান। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়।
advertisement
3/6
সইফ আলি খানকে ৬ বার ছুরি দিয়ে কোপ মারা হয়, যার মধ্যে ২টি গভীর ক্ষত ছিল৷ এতটাই গভীর ছিল ক্ষত যে, বেরিয়ে এসেছিল সেরিব্রো-স্পাইনাল তরল৷ তারপর অপারেশনও হয় অভিনেতার৷
সইফ আলি খানকে ৬ বার ছুরি দিয়ে কোপ মারা হয়, যার মধ্যে ২টি গভীর ক্ষত ছিল৷ এতটাই গভীর ছিল ক্ষত যে, বেরিয়ে এসেছিল সেরিব্রো-স্পাইনাল তরল৷ তারপর অপারেশনও হয় অভিনেতার৷
advertisement
4/6
অপারেশন হওয়ার মাত্র ৫ দিনের মাথাতেই সুস্থ হয়ে হেঁটে বাড়ি ফেরেন অভিনেতা৷ অভিনেতাকে দেখার পর থেকেই কানাঘুষো শুরু হয় টিনসেল টাউনে৷ নানারকম কথাবার্তাও উঠতে শুরু করে৷
অপারেশন হওয়ার মাত্র ৫ দিনের মাথাতেই সুস্থ হয়ে হেঁটে বাড়ি ফেরেন অভিনেতা৷ অভিনেতাকে দেখার পর থেকেই কানাঘুষো শুরু হয় টিনসেল টাউনে৷ নানারকম কথাবার্তাও উঠতে শুরু করে৷
advertisement
5/6
রবিবার ফের লীলাবতী হাসপাতালে দেখা গেল সইফ আলি খানকে৷ ডেনিম প্যান্ট,  সাদা টিশার্ট, চোখে রোদ চশমায় কড়া নিরাপত্তার মধ্যেই হাসপাতালে ঢুকলেন সইফ আলি খান। অভিনেতাকে দেখা মাত্রই শুরু হয়েছে ফের জল্পনা৷
রবিবার ফের লীলাবতী হাসপাতালে দেখা গেল সইফ আলি খানকে৷ ডেনিম প্যান্ট, সাদা টিশার্ট, চোখে রোদ চশমায় কড়া নিরাপত্তার মধ্যেই হাসপাতালে ঢুকলেন সইফ আলি খান। অভিনেতাকে দেখা মাত্রই শুরু হয়েছে ফের জল্পনা৷
advertisement
6/6
আবার কী হল সইফের? তা নিয়ে শুরু হয় জোরদার সমালোচনা৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ই চিকিৎসকেরা বলেছিলেন মাঝে মাঝে এসে তাঁকে চেকআপ করাতে হবে। সেই রুটিন চেকআপ করতেই এসেছিলেন অভিনেতা৷ আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন অভিনেতা৷
আবার কী হল সইফের? তা নিয়ে শুরু হয় জোরদার সমালোচনা৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ই চিকিৎসকেরা বলেছিলেন মাঝে মাঝে এসে তাঁকে চেকআপ করাতে হবে। সেই রুটিন চেকআপ করতেই এসেছিলেন অভিনেতা৷ আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন অভিনেতা৷
advertisement
advertisement
advertisement