SIP vs PPF: ৯০,০০০ টাকা বছরে বিনিয়োগ করলে ১৫ বছরে কোথায় মিলবে বেশি রিটার্ন? রইল হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SIP vs PPF: বছরে ৯০,০০০ টাকা বিনিয়োগে SIP ও PPF—কোনটায় বেশি রিটার্ন পাওয়া যায়? ১৫ বছরের হিসেব বলছে, কম্পাউন্ডিংয়ের দৌলতে SIP-এ ফান্ড অনেক বেশি হয়।
বর্তমান সময়ে সবাই নিজের উপার্জনকে সুরক্ষিত রাখতে চায়। যদিও অনেকে চেষ্টা করেও সফল হতে পারেন না। মাসের শেষে আপনি কত বেতন পাচ্ছেন, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল—আপনি কতটা সঞ্চয় করছেন। জরুরি পরিস্থিতিতে আপনার কাছে কতটুকু ফান্ড রয়েছে, সেটাই আসল বিষয়।বাজারে বিনিয়োগের জন্য একাধিক অপশন থাকলেও আজ আমরা দুটি সবচেয়ে নিরাপদ বিকল্প—SIP এবং PPF—সম্পর্কে বলব। ডেটার মাধ্যমে বুঝে নেব, বছরে ৯০,০০০ টাকা জমা করলে ১৫ বছরে কোন স্কিমে আপনি বেশি লাভ পাবেন।
advertisement
ভবিষ্যতের জন্য বড় অঙ্কের ফান্ড গড়ে তুলতে বেশি বেতন বা খুব বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় না। আপনি যদি নিয়মিতভাবে অল্প অল্প করে বিনিয়োগ করে যান, তবে দীর্ঘ মেয়াদে একটি ভাল অঙ্কের টাকা তৈরি হওয়া সম্ভব। উভয়ই নিয়মিত বিনিয়োগের উপায় হলেও ঝুঁকি, রিটার্ন দিক থেকে SIP ও PPF একে অপরের থেকে আলাদা।এখানে SIP-এর রিটার্ন বছরে ১২% ধরা হয়েছে। মাসে ৭,৫০০ টাকা বিনিয়োগ হিসেবে গণনা করা হয়েছে, কারণ মোট বার্ষিক বিনিয়োগ ৯০,০০০ টাকা।
advertisement
SIP-এ কত রিটার্ন পাওয়া যাবে-১৫ বছর ধরে প্রতি মাসে ৭,৫০০ টাকা করে SIP-এ বিনিয়োগ করলে, যদি গড়ে বছরে ১২% রিটার্ন পাওয়া যায়, তাহলে আপনার মোট ফান্ড প্রায় ৩৭.৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই সময়ে আপনি মোট বিনিয়োগ করেন মাত্র ১৩.৫ লাখ টাকা। কিন্তুকম্পাউন্ডিংয়ের জোরে আপনার টাকা প্রায় তিন গুণ বেড়ে যায়।
advertisement
advertisement
