Madhyamik Exam 2024: বাসের ধাক্কা...মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে তিন

Last Updated:

হল না দেওয়া জীবনের প্রথম বড় পরীক্ষা। চোখে জল মাধ্যমিক পরীক্ষার্থীদের!


বাসের ধাক্কা...মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে তিন
বাসের ধাক্কা...মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে তিন
পুরুলিয়া: পড়ুয়াদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক। পড়ুয়াদের ভবিষ্যতের ভীত মজবুত হয় মাধ্যমিক পরীক্ষার উপর নির্ভর করে। তাই জীবনের অন্যতম বড় পরীক্ষাকে ঘিরে পড়ুয়াদের আবেগ উৎসাহ থাকে এক অন্য মাত্রায়। দীর্ঘদিন ধরে চলে তার প্রস্তুতি।
কঠোর অনুশীলনের মাধ্যমে পড়ুয়ার প্রস্তুতি নিয়ে থাকেন মাধ্যমিক পরীক্ষার জন্য। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকেরাও অনেকখানি উৎসাহিত থাকেন এই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে। জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে পুরুলিয়াতে ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। এই দুর্ঘটনায় বাধা পড়ল তিন ছাত্রের পরীক্ষা।
advertisement
advertisement
বৃহস্পতিবার এমনই দুর্ঘটনা ঘটল পুরুলিয়া বলরামপুর ব্লকের বাঘমুন্ডি রাজ্য সড়কের কাশবহাল এলাকায়। একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিন মাধ্যমিক পরীক্ষার্থী। দু-র্ঘটনার কবলে পড়ে তিনজনেরই পা ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইকে করে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী বলরামপুরে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল।‌ রাস্তায় কলকাতা থেকে বাঘমুন্ডি গামী একটি বাস তাদেরকে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। জখম তিন পরীক্ষার্থী নাম জয়দেব গোপ , প্রদীপ তন্তুবাই এবং সমীর গোপ। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল বলরামপুর শহরের ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং লালীমতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।
advertisement
বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির নিজস্ব গাড়িতে জখম তিনজন মাধ্যমিক পরীক্ষার্থীকে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বলরামপুর থানার ওসি কৌশিক ব্যানার্জি-সহ আরও অনেকে। আহত হওয়া ওই ছাত্রদের প্রাথমিক চিকিৎসার করা হয় বাঁশগড় হাসপাতালে।
এরপর তাদের তিন জনকেই উন্নত চিকিৎসার জন্য জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে অনেকটাই হতবাক পরীক্ষার্থীরা-সহ তাদের পরিবারের সদস্যরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam 2024: বাসের ধাক্কা...মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে তিন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement