Madhyamik Exam 2024: পরীক্ষা দিয়ে বেরিয়েই গুরুতর অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী! তড়িঘড়ি ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। তড়িঘড়ি তার চিকিৎসার জন্য শেওড়াফুলি থানার পুলিশ নিয়ে আসে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
হুগলি: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। তড়িঘড়ি তার চিকিৎসার জন্য শেওড়াফুলি থানার পুলিশ নিয়ে আসে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে। সংজ্ঞাহীন অবস্থায় ওই পরীক্ষার্থী ভর্তি রয়েছে নার্সিংহোমে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অসুস্থ ওই মাধ্যমিক পরীক্ষার্থী মুক্তি জাসওয়াল শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের ছাত্রী তার পরীক্ষার সিট পড়েছিল বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে।
পরীক্ষার শেষে টোটোয় করে বাড়ি ফেরার সময় হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, আগে থেকেই অসুস্থ ছিল ওই ছাত্রী । আজ পরীক্ষা দিয়ে বেরিয়ে বাড়ি ফেরার পথে আবারও অসুস্থ হয়ে পড়ে সে৷ বিষয়টি নজরে আসে শেওড়াফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের । দ্রুত তাকে শেওড়াফুলির একটি বেসরকারি হাসপাতালে পাঠায় । সেখানে ওই ছাত্রীর প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
মাধ্যমিক পরীক্ষার্থীর সহপাঠী অন্য এক ছাত্রী তিনি জানান, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় তারা সকলেই টোটোতে উঠেছিলেন। হঠাৎই মুক্তি তাদের কাঁধে মাথা রেখেই অজ্ঞান হয়ে পড়ে। তাকে ডাকাডাকি করতে সে সাড়া না দেওয়ায় তাকে জলের ঝাপটা দেওয়া হয়। তখনই ঘটনাটি নজরে আসে কর্মরত স্থানীয় পুলিশদের।
advertisement
মেয়েটির মা জানান, গতকাল অসুস্থতার জন্য তাকে বিকালে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেখানো হয় সেখান থেকে তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে পরীক্ষা দিতে পারার মত অবস্থায় থাকায় তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। আজ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে , পুলিশ সেটা দেখতে পেয়ে শেওড়াফুলি একটি বেসরকারি হাসপাতালে মেয়েটিকে নিয়ে আসে । এখানে চিকিৎসা হচ্ছে কিন্তু মেয়ের এখনও জ্ঞান ফেরেনি। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2024 8:13 PM IST








