হোম /খবর /শিক্ষা /
মাধ্যমিকের বাংলা পরীক্ষায় সংলাপ লেখার সহজ পদ্ধতি, তাতেই হবে কেল্লাফতে

Madhyamik Exam 2023: মাধ্যমিকের বাংলা পরীক্ষায় সংলাপ লেখার সহজ পদ্ধতি, তাতেই হবে কেল্লাফতে

X
সহজ [object Object]

Madhyamik Exam 2023: নির্মিতির সংলাপ লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে নির্মিতি অংশে সংলাপের মান ৩। সংলাপ কথার অর্থ কথোপকথন যেমন দুই বন্ধুর মধ্যে মাধ্যমিকের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনা।

  • Share this:

বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন বাংলা বিভাগের শিক্ষক অমল আচার্য্য খুব সহজেই বলে দিলেন ঠিক কীভাবে বাংলা পরীক্ষায় রপ্ত করতে হবে নির্মিতির অংশ অর্থাৎ রাইটিং সেকশন।

নির্মিতির সংলাপ লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে নির্মিতি অংশে সংলাপের মান ৩। সংলাপ কথার অর্থ কথোপকথন যেমন দুই বন্ধুর মধ্যে মাধ্যমিকের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনা। দুই বন্ধুর আলোচনা লেখার সময় দুই বন্ধুর নাম লিখতে হবে। তারা আলোচনা করছে মনে নিশ্চয়ই কোনও স্থান বা সময় আছে। অর্থাৎ পুরো আলোচনা নাটকীয়তা বজায় রেখে পুরো আলোচনাটি খাতায় লিখতে হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টা অতিক্রান্ত, পতাকা বিড়ির অফিসে এখনও আয়কর অফিসাররা! বড় রহস্যভেদ?

নির্মিতি মানেই সৃষ্টি অর্থাৎ আবারও নিজস্বতা বজায় রেখে কিছু একটা নতুনত্ব এনে সংলাপ রচনা করতে হবে। সংলাপ অনেক ধরনের হতে পারে, যেমন অরণ্য সপ্তাহ নিয়ে দুই বন্ধুর মধ্যে আলোচনা, অনলাইন পড়ার ভালো মন্দ ইত্যাদি।

1) সংলাপ মানেই নাটকীয়তা বজায় রেখে আলোচনা উপস্থাপন করা

2) এক্ষেত্রেও নিজস্বতা বজায় রেখে লিখতে হবে

---Nilanjan Banerjee

Published by:Suman Biswas
First published:

Tags: Bengali Suggestion, Madhyamik 2023