advertisement

Madhyamik 2026: মাধ‍্যমিকে অঙ্কে পাশ নম্বর তোলার সহজ টিপস দিলেন শিক্ষক! চোখ বুলিয়ে নিন একবার

Last Updated:

Madhyamik 2026: মাধ্যমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র অনেক পড়ুয়ার কাছে দুঃস্বপ্নের মত হতে পারে। যদি পড়ুয়ারা কৌশলগতভাবে প্রশ্নপত্র পড়ে তাহলে উত্তর দেওয়া সহজ। পাশাপাশি পাশ নম্বর তোলা সহজ। পরীক্ষার আগে পড়ুয়াদের টিপস দিলেন হ্যামিল্টনগঞ্জ হাই স্কুলের গণিতের শিক্ষক অভিষেক সরকার। 

+
পরীক্ষা 

পরীক্ষা 

আলিপুরদুয়ার, অনন্যা দে: মাধ্যমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র অনেক পড়ুয়ার কাছে দুঃস্বপ্নের মত হতে পারে। যদি পড়ুয়ারা কৌশলগতভাবে প্রশ্নপত্র পড়ে তাহলে উত্তর দেওয়া সহজ। পাশাপাশি পাশ নম্বর তোলা সহজ। পরীক্ষার আগে পড়ুয়াদের টিপস দিলেন হ্যামিল্টনগঞ্জ হাই স্কুলের গণিতের শিক্ষক অভিষেক সরকার।
পাটি গণিত, সম্পাদ্য, উপপাদ্য এবং ত্রিকোণমিতি ঠিক করে করলেই চলে আসে পাশ নম্বর। চারটি বিষয়ে ৫ নম্বর করে থাকে। ৯০ নম্বরের মধ্যে ২০ থেকে ২৫ নম্বর উঠলেই সেই পড়ুয়া পাশ করে যায়।পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এবং সম্পাদ্যের মধ্যে পরিবৃত্ত এবারে মাধ্যমিক পরীক্ষায় গণিতের ক্ষেত্রে ভাল করে পড়ুয়াদের মাথায় রাখতে হবে। প্রশ্নপত্রে এই দুটি বিষয়ের ওপর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এমনটাই জানালেন হ্যামিলটনগঞ্জ হাই স্কুলের গণিতের শিক্ষক অভিষেক সরকার।অনেক পড়ুয়া প্রয়োজনে চিত্র বা ডায়াগ্রাম আঁকা এড়িয়ে যায়। তারা মনে করে যে চিত্রগুলি অকেজো এবং তাদের সময় নষ্ট করতে পারে। কিন্তু, এই চিত্র আঁকা যথাযথ হলে পড়ুয়া পূর্ণ নম্বর পেয়ে যেতে পারে। এছাড়াও, এটি ধাপে ধাপে চিহ্নিতকরণে সহায়তা করে।
advertisement
advertisement
অভিষেক সরকার জানান, “রাশি বিজ্ঞান বিষয়ে ভীত থাকে পড়ুয়ারা। তবে দশম শ্রেণীর রাশি বিজ্ঞান অনেক সহজ। গণিত পরীক্ষায় ধারণা ঠিক রাখতে হবে। তাহলে সমস্যার সমাধান সম্ভব।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2026: মাধ‍্যমিকে অঙ্কে পাশ নম্বর তোলার সহজ টিপস দিলেন শিক্ষক! চোখ বুলিয়ে নিন একবার
Next Article
advertisement
Mamata Abhishek in Delhi: সকালে রওনা অভিষেকের, বিকেলে যাচ্ছেন মমতাও! একই দিনে দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে
সকালে রওনা অভিষেকের, বিকেলে যাচ্ছেন মমতাও! একই দিনে দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে
  • বুধবার দিল্লিতে মমতা- অভিষেক৷

  • সকালে রওনা দেবেন অভিষেক, বিকেলে মমতা৷

  • সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement